

আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজের টিভি সম্প্রচারের তথ্য আজ (৬ মে) জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে আয়ারল্যান্ডে প্রিমিয়ার স্পোর্টসে খেলা দেখা যাবে।
এছাড়া নর্থ আমেরিকার দর্শকরা এই সিরিজ দেখতে পারবেন উইলো টিভিতে। ভারতের দর্শকরা উপভোগ করতে পারবেন ফ্যানকোডে।
যদিও যুক্তরাজ্য ও বাংলাদেশে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ তা নিয়ে কোন নিশ্চিত তথ্য জানানো হয়নি। এই ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ডের মিডিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো বাংলাদেশে সম্প্রচারকারী চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়া মাত্র তারা জানাবেন।
????: Premier Sports confirmed as broadcaster of Ireland Men v Bangladesh Men ODI Series in Republic of Ireland.
Further announcements about global coverage will be made as soon as details are confirmed.
➡️ Read more: https://t.co/5BWx2Qu5xk#BackingGreen ☘️???? pic.twitter.com/8ZUUpFocAT
— Cricket Ireland (@cricketireland) May 6, 2023
৯ মে থেকে শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-
১ম ওয়ানডে- ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।