পাকিস্তানের কাছে উড়ে গেল টাইগার যুবারা

পাকিস্তানের কাছে উড়ে গেল টাইগার যুবারা
Vinkmag ad

সফরকারী পাকিস্তান অনূর্ধ-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একমাত্র চারদিনের ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হারার পর প্রথম ওয়ানডেতে হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৬৫ রানে আটকে দিয়ে ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে টাইগার যুবা দলের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। ৫ম ওভারে শিবলি যখন ১৫ বলে ২ রান করে আউট হন দলের রান তখন মাত্র ৬।

তিনে নামা শাহরিয়ার সাকিব ৬ বলে ৪ রান করে যখন ফেরেন দলের রান তখন ১২। অধিনায়ক আহরার আমিনও দলকে সঠিক পথের দিশা দিতে ব্যর্থ। শিবলির মত তিনিও ফেরেন ১৫ বলে ২ রানের ইনিংস খেলে। জাকারিয়া ইসলাম শান্ত (১৪ বলে ৬) ও ব্যাট হাতে ব্যর্থ।

অন্য প্রান্ত থেকে উইকেট যাবার মিছিল দেখা ওপেনার আদিল বিন সিদ্দিক ৫৭ বলে ২৩ রান করে ফেরেন। ৪১ রানে ৫ম ও ৫৮ রানে ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে শেখ পারভেজ জীবন (২৬ বলে ১৯), ওয়াসি সিদ্দিকি (২৩ বলে ১৫) দের সাহায্য নিয়ে বাংলাদেশকে ১৬৫ অব্দি নিয়ে যান সাতে নামা মাহফুজুর রাব্বি। ১০০ বল খেলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন শেষ অব্দি।

পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন আমির হাসান। ১ টি করে শিকার মোহাম্মদ ইসমাইল, আলি আসফান্দ, আইমাল খান ও ওবেদ শহিদের।

ছোট লোকষ্য তাড়া করতে নেমে একেবারেই বেগ পেতে হয়নি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খানের ফিফটিতে ৩৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

১১৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৩ রান করে আউট হন শাহজাইব। তাকে ফেরান মাহফুজুর রাব্বি। আজান অপরাজিত থাকেন ৬৯ রান করে।

বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আমির হাসান।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভুতুড়ে শুরুর পর রাব্বির হার না মানা ইনিংস

Read Next

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ব্রডকাস্টিং তথ্য প্রকাশ

Total
0
Share