

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সিনিয়র নির্বাচক প্যানেল আজ (৬ মে) ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফরের জন্য পনের সদস্যের দল ঘোষণা করেছে। উইন্ডিজের টেস্ট উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডা সিলভা এই দলের নেতৃত্ব দেবেন তিন ম্যাচের টেস্ট সিরিজে।
আগামী ১৬ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ‘এ’ এর বিপক্ষে তিনটি চার দিনের টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডা সিলভা।
এছাড়া অভিজ্ঞদের মধ্যে স্কোয়াডে আছেন বাঁ-হাতি ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল, বাঁ-হাতি অলরাউন্ডার রেমন রেইফার, ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ এবং বাঁহাতি স্পিনার গুদাকেশ মতি।
নতুন খেলোয়াড়দের থেকে সুযোগ পেয়েছেন ওপেনার কার্ক ম্যাকেঞ্জি এবং জ্যাচারি ম্যাককাস্কির পাশাপাশি পেসার জেয়ার ম্যাকঅ্যালিস্টার। এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের চার দিনের প্রথম-শ্রেণির টুর্নামেন্টের সময় তিনজনেরই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
উইন্ডিজ ‘এ’ বাংলাদেশে পৌঁছাবে আগামী ১১ মে। বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে সিলেটে খেলবে লাল বলের তিন ম্যাচের সিরিজ। ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি শুরু হবে ২৩ মে। শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। ম্যাচ শুরুর সময় সকাল ১০টায়।
???? BREAKING NEWS????
Joshua Da Silva announced as captain to lead West Indies "A" in Tour of Bangladesh.Read More⬇️ https://t.co/rWLAafagNr
— Windies Cricket (@windiescricket) May 5, 2023
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ স্কোয়াড:
জশুয়া ডা সিলভা (অধিনায়ক), অলিক আথানাজে, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ত্যাগনারায়ন চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জেয়ার ম্যাকঅ্যালিস্টার, জাচারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার এবং কেভিন সিনক্লেয়ার।