

জয়পুরে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান রয়্যালস কোনপ্রকার পাত্তাই পেলো না। লো-স্কোরিং ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে রাজস্থানকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রাজস্থান রয়্যালস। আইপিএলে ভালো শুরু করলেও মাঝপথে নিজের ছন্দ হারিয়ে বসেন জস বাটলার। রান করায় ভুগতে থাকা বাটলার আজ মাত্র ৮ রানে আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। অরেঞ্জ ক্যাপ হোল্ডার ইয়াশাভি জয়সাওয়াল রান আউট হয়ে ফিরে যান পাওয়ার-প্লে শেষ হবার আগে।
ক্যাপ্টেন সাঞ্জু স্যামসনের ৩০ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। ক্যাপ্টেন আউট হলে নিয়মিত বিরতিতে বাকি ব্যাটাররাও প্যাভিলিয়নের পথ ধরেন। গুজরাটের বোলারদের সামনে রাজস্থান ব্যাটাররা দাঁড়াতেই পারেনি আজ। যেনো দিল্লির কাছে আগের ম্যাচ হারের প্রতিশোধ নিলো রাজস্থানের উপর দিয়ে।
রাজস্থানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ১৫ রান আসে ট্রেন্ট বোল্টের ব্যাট থেকে। দেবদূত পাডিকাল ১২ করলে দলের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। ১৭.৫ বলে ১১৮ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস।
গুজরাটের আজকের জয়ে পুরো কৃতিত্ব অবশ্য বোলারদের। স্পষ্ট করে বললে আফগানিস্তানের দুই স্পিনারের ঘূর্ণিতেই কুপোকাত রাজস্থান ব্যাটাররা। মোহিত শর্মা বাদে বাকি সব বোলারই উইকেট পেয়েছেন। রাশিদ খান ৩টি, নুর আহমেদ ২টি, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি এবং জশ লিটল পান ১টি করে উইকেট।
View this post on Instagram
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যেনো জলদি ম্যাচ শেষ করে পরের ম্যাচের পরিকল্পনা করার ব্যস্ততা ব্যাটারদের মাঝে। খুবই দেখেশুনে খেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার ফন্দি করে দুই ওপেনার। তবু্ও শুভমান গিল ৩৬ করে আউট হলে দলের জন্য বাকি কাজটা সারেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।
১৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিয়ে তবেই মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। সাথে থেকে ঋদ্ধিমান সাহা করেন ৩৪ বলে ৪১।
রাজস্থানের হয়ে ১টি মাত্র উইকেট পান যুজবেন্দ্র চাহাল। গুজরাটের ৯ উইকেটের জয়ে ম্যাচ সেরা রাশিদ খান।