

দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে ভারতের মুম্বাইয়ে খেলতে গেছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)। সেখানে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ২ ম্যাচের (তিনদিনের) সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে জাওয়াদ আবরারের দল।
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ১ম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতা জাওয়াদ আবরারের দল ২য় ম্যাচ করে ড্র।
৩ মে থেকে শুরু হওয়া ২য় ৩ দিনের ম্যাচে আগে ব্যাট করে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। ৮৪.৫ ওভার উইকেটে থেকে ২১৪ রান করে অলআউট হয় স্বাগতিকরা। বল হাতে ৫ উইকেট নেন লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাব।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৮০.৫ ওভারে ২৩৪ রান তোলে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)। ২১১ বলে ১০৩ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকি এলিন।
২০ রানের বোঝা মাথায় নিয়ে গতকাল (দ্বিতীয় দিনে) শেষ বিকালে ২য় ইনিংসে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল, ১ উইকেটে ২৫ রান তুলে দিন পার করে তারা।
আজ শেষ দিনে অলআউট হয় তারা। তবে তার আগে অধিনায়ক প্রতীক যাদবের সেঞ্চুরি ও আয়ুশ ভার্তাকের ৯০ এ ভর করে ৩৩৫ রান স্কোরবোর্ডে জমা করে তারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া শিহাব দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ম্যাচ ড্র তে সমাপ্ত হয়। সিরিজ সফরকারীরা জেতে ১-০ ব্যবধানে।
১ম ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন সামিউন বশির রাতুল। ২য় ম্যাচে শেখ ইমতিয়াজ শিহাব।