মুম্বাইয়ে সিরিজ জিতে নিল শিহাব-রাতুলরা

মুম্বাইয়ে সিরিজ জিতে নিল শিহাব-রাতুলরা
Vinkmag ad

দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে ভারতের মুম্বাইয়ে খেলতে গেছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)। সেখানে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ২ ম্যাচের (তিনদিনের) সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে জাওয়াদ আবরারের দল।

মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ১ম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতা জাওয়াদ আবরারের দল ২য় ম্যাচ করে ড্র।

৩ মে থেকে শুরু হওয়া ২য় ৩ দিনের ম্যাচে আগে ব্যাট করে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। ৮৪.৫ ওভার উইকেটে থেকে ২১৪ রান করে অলআউট হয় স্বাগতিকরা। বল হাতে ৫ উইকেট নেন লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাব।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৮০.৫ ওভারে ২৩৪ রান তোলে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)। ২১১ বলে ১০৩ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকি এলিন।

২০ রানের বোঝা মাথায় নিয়ে গতকাল (দ্বিতীয় দিনে) শেষ বিকালে ২য় ইনিংসে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল, ১ উইকেটে ২৫ রান তুলে দিন পার করে তারা।

আজ শেষ দিনে অলআউট হয় তারা। তবে তার আগে অধিনায়ক প্রতীক যাদবের সেঞ্চুরি ও আয়ুশ ভার্তাকের ৯০ এ ভর করে ৩৩৫ রান স্কোরবোর্ডে জমা করে তারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া শিহাব দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ম্যাচ ড্র তে সমাপ্ত হয়। সিরিজ সফরকারীরা জেতে ১-০ ব্যবধানে।

১ম ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন সামিউন বশির রাতুল। ২য় ম্যাচে শেখ ইমতিয়াজ শিহাব।

৯৭ প্রতিবেদক

Read Previous

তবে কি খরচ বাঁচাতে ক্রিকেট আয়ারল্যান্ডের ক্লোজ ডোর ম্যাচ!

Read Next

‘৫’ হাজারি ক্লাবে সবচেয়ে দ্রুততম বাবর আজম

Total
0
Share