

চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ৯ মে থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের আয়োজক ক্রিকেট আয়ারল্যান্ড। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজ আইরিশদের জন্য মহাগুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করলেও এই সিরিজের ওপর ঝুলে আছে আইরিশদের সরাসরি বিশ্বকাপ খেলার আশা। এই সিরিজে ৩-০ তে জিতলে সরাসরি বিশ্বকাপ খেলবে অ্যান্ডি বালবার্নির দল।
মূল সিরিজের আগে আজ (৫ মে) ক্যাম্ব্রিজের ফেনার্স ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলকে অনুসরণ করে ইংল্যান্ডে পৌঁছে গেছে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম। তবে তাদের জন্য নেই সুখবর। বাংলাদেশ ও আয়ারল্যান্ড উলভসের প্রস্তুতি ম্যাচ মাঠে বসে কাভার করা তো দূরে থাক, মাঠে বসে দেখারই সুযোগ নেই তাদের।
????: WELCOME
Today we’re bringing you updates from the warm-up match between Ireland Wolves v Bangladesh Men.
It’s a behind-closed doors fixture, but you can see scores and clips here:
MATCH CENTRE: https://t.co/nImk9IyGSm#WOLvBAN ☘️???? pic.twitter.com/zgchaQdCIt
— Cricket Ireland (@cricketireland) May 5, 2023
কোভি’ড-১৯ ইস্যুতে ক্লোজ ডোর ম্যাচ দেখেছে দর্শকরা। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এই ম্যাচ ক্লোজ ডোর করা বা সাংবাদিকদের ম্যাচ দেখার অনুমতি না দেওয়া ঠিক কি কারণে তা স্পষ্ট নয়। অনেকে দাবি করছেন সাংবাদিকদের পেছনে খরচ এড়াতেই এমন করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
????Breaking: Cricket Ireland issue media ban for tomorrow’s match between Ireland Wolves & Bangladesh at Cambridge.
Essentially to save costs but looks like a big own goal given the huge interest in the match from Bangladesh.#IREvBAN @niallnobiobrien @CricketBadge @Ian_Callender
— Sight Screen Cricket Journal (@SightScreenCJ) May 4, 2023
ম্যাচ বাংলাদেশ সময় ৩ টা ৪৫ মিনিটে শুরু হবার কথা। তবে বৃষ্টির কারণে টস হয়নি।