

সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে। এর আগে ডারবানে হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়া দল আট ম্যাচের সীমিত ওভারের সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে আগস্টের শেষের দিকে। ডারবানে তিনটি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে প্রোটিয়া মিশন, অ্যারন ফিঞ্চের আন্তর্জাতিক অবসরের পরে এখনও নাম ঘোষণা না করা নতুন টি-টোয়েন্টি অধিনায়কের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট হবে।
BILATERAL SERIES ANNOUNCEMENT ????
Are you ready to start the 2023/24 season off with a bang❓
Feast on 3⃣ KFC T20Is and 5⃣ Betway ODIs against Australia ????#BePartOfIt pic.twitter.com/GhIjjwIn93
— Proteas Men (@ProteasMenCSA) May 5, 2023
২০২২-২৩ মৌসুমে কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন না করার ক্ষতিপূরণ হিসেবে ডারবান সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজ পাচ্ছে। টি-টোয়েন্টি সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। শুরুর দুই ওয়ানডে হবে ব্লুমফন্টেইনে। পরের তিন ম্যাচ তিন ভেন্যুতে, পচেফস্ট্রুম-সেঞ্চুরিয়ন-জোহানেসবার্গ।
বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট প্রায় নিশ্চিত করে রেখেছে প্রোটিয়ারা। আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ শেষে চূড়ান্ত হবে প্রোটিয়াদের ভাগ্য।
অস্ট্রেলিয়া ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ শেষ করার এক মাস পর এই সফরটি হবে। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তাদের আরও ওয়ানডে নির্ধারিত রয়েছে যা ৫ অক্টোবর থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরসূচি-
৩০ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, ডারবান
১ সেপ্টেম্বর: ২য় টি-টোয়েন্টি, ডারবান
৩ সেপ্টেম্বর: ৩য় টি-টোয়েন্টি, ডারবান
৭ সেপ্টেম্বর: ১ম ওয়ানডে, ব্লুমফন্টেইন
৯ সেপ্টেম্বর: ২য় ওয়ানডে, ব্লুমফন্টেইন
১২ সেপ্টেম্বর: ৩য় ওয়ানডে, পচেফস্ট্রুম
১৫ সেপ্টেম্বর: ৪র্থ ওয়ানডে, সেঞ্চুরিয়ন
১৭ সেপ্টেম্বর: ৫ম ওয়ানডে, জোহানেসবার্গ।