

মাঝপথেই লোকেশ রাহুলের আইপিএল ২০২৩ অভিযান শেষ হয়েছে এবং লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্যাম্প ছেড়েছেন। তিনি অনিশ্চিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) লোকেশ রাহুলের শারীরিক অবস্থা দেখভাল করছে। স্ক্যানের ফলাফল আগামী মাসের শুরুতে লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের অংশগ্রহণ নির্ধারণ করবে। ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) মেডিক্যাল টিম রাহুলের চিকিৎসার উপর নজরদারি করছে।
রাহুলের ইনজুরির ধরনটি শুধুমাত্র অনুমানের বিষয় ছিল কারণ এলএসজি ম্যানেজমেন্ট বা বিসিসিআই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কিছু জানায়নি। বলা হচ্ছে তিনি হ্যামস্ট্রিং বা নিতম্বের ইনজুরিতে ভুগছেন। মাত্র ১০ মাস আগে রাহুল জার্মানিতে হার্নিয়া সার্জারি করেছিলেন।
এলএসজি ম্যানেজমেন্ট রাহুলের বদলি চাইবে কিনা সে বিষয়েও কোনো তথ্য জানায়নি। মৌসুমে তাদের আর মাত্র চারটি লিগ ম্যাচ বাকি আছে এবং তারা প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করলে আরও অনেক খেলা থাকতে পারে। রাহুলের জায়গায় ইতিমধ্যেই অধিনায়ক করা হয়েছে ক্রুনাল পান্ডিয়াকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জয়দেব উনাদকাটের পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদিও তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে রাহুলের জায়গায় কে আসতে পারে তা নিয়ে মাথা ঘামানো হবে না। ইশান কিষান দলে এবং তাই তিনি একমাত্র টেস্টে দ্বিতীয় উইকেটরক্ষক হতে পারেন।
এদিকে, জানা গেছে যে ভারতীয় দল আইপিএলের লিগ পর্বের পরপরই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। লিগ পর্বের শেষ ম্যাচ ২১ মে, সম্ভবত ২৩ মে দেশ ছাড়বে টেস্ট স্কোয়াডের একাংশ। আইপিএল প্লে-অফের খেলোয়াড়রা পরবর্তী তারিখে ইউকে রওনা হবেন।