তানভীর হায়দারের অলরাউন্ড পারফর্ম্যান্সে রূপগঞ্জের জয়

featured photo updated v 4
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ( ডিপিএল ) ২০২২-২৩’এ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে আজকের ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল লেজেন্ডস অব রূপগঞ্জ এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স।লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬৫ রানের টার্গেট টপকিয়ে ম্যাচ জিতেছে ৪ উইকেটে। অলরাউন্ড পারফর্ম্যান্সে ম্যাচ সেরা তানভীর হায়দার।

শুরুতে গাজী গ্রুপ ক্রিকেটার ব্যাটিংয়ে নামলে দুই ওপেনার উইকেটে নিজেদের প্রস্তত করতে করতেই আউট হয়ে সাজঘরে ফেরেন। স্ট্রাইক ব্যাটার হাবিবুরকে ৩ রানে ফেরান আল আমিন হোসন এবং আরেক ওপেনার অমিত মজুমদারকে ৭ রানে ফেরান মাশরাফি বিন মর্তুজা।

তবে এ ধাক্কা সমানে দলকে সচল অবস্থানে আনেন পরের পরের দুই ব্যাটার। ১৪৮ রানের জুটিতে ফরহাদ হোসেন এবং মেহরাব হোসেন দুজনেই করেন ৭৭ রান। অনর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী গাজী গ্রুপের ক্যাপ্টেন আকবর দলের এই রান গতির মোমেন্টাম ধরে রাখতে পারেনি।

মিডল অর্ডারে মাহমুদুল হাসান এবং শাকিল হাসানের ব্যাটও আজ হাসেনি। তবে অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক দলের জন্য সম্মানজনক পুঁজি রান করে বের করার দায়িত্ব নেন। ৩১ বলে ৪৯ রান করে ইনিংস শেষ না হওয়া পর্যন্ত খেলে আসেন। ৫০ ওভারের এক ইনিংস শেষে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৬৬ রানের লক্ষ্য বেঁধে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বোলিংয়ে মাশরাফি কোনো উইকেট না পেলেও বাকি বোলাররা মোটামুটি রকমের ভালো খেলেছেন। তরুণ ক্রিকেটার তানভীর হায়দার নিয়েছেন ৪টি উইকেট। আল আমিন হোসেন ২টি, মুক্তার আলি এবং চিরাগ জানি পান ১টি উইকেট।

বেশ দারুণ শুরু করে জয়ের গতিপথ তৈরি করে ফেলেন রূপগঞ্জের দুই ওপেনার। ৭০ রানের উদ্বোধনী জুটি ভাঙে মুনিম শাহরিয়ার ব্যক্তিগত ২৪ করে আউট হলে। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৫৭ রান।

সাব্বির রহমানের ডিপিএল ক্যারিয়ারও দিনদিন মলিন হচ্ছে। মাত্র ১৪ করে এদিন প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে মিডল অর্ডারে চিরাগ জানির ৮১ রানের ইনিংসে জয়ের পথটা স্পষ্ট হয়ে যায় রূপগঞ্জের জন্য। শেষে মুক্তার আলি, সোহাগ গাজী, তানভীর হায়দারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটে জিতে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

গাজী গ্রুপের টিপু সুলতান, মাহমুদুল হাসান ২টি করে এবং জয়নুল ইসলাম এবং এনামুল হক পান ১টি করে উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

সাকিব, লিটনের ভাইরাল ছবিতে ফেসবুকে কোলকাতার রেকর্ড

Read Next

শেষ ওভারের রোমাঞ্চে কোলকাতার জয়ের নায়ক চক্রবর্তী

Total
0
Share