

সোশ্যাল মিডিয়ায় কোলকাতা নাইট রাইডার্সের রেকর্ড। এপ্রিল মাসে তাদের ফেসবুক পোস্টগুলোতে ব্যবহারকারীরা লাইক, ভিন্ন অন্য রিঅ্যাকশনসহ মোট ইন্টারঅ্যাকশনস ১৯.৪ মিলিয়ন। এপ্রিল মাসের সেরা পাঁচের মধ্যে কেকেআর বাদে বাকি সব ইংলিশ ও স্প্যানিশ ফুটবল ক্লাব। কেকেআরের পেইজে বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশি দুই তারকার জন্যে।
২০২৩ সালের এপ্রিল মাসে ফেসবুকে মোট ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে বিশ্বের ৫টি জনপ্রিয় স্পোর্টস টিম র্যাঙ্ক করেছে ডিপোর্তেস ফিনানজাস। যেখানে গেল এপ্রিলে ফেসবুক থেকে পাওয়া সর্বোচ্চ ইন্টারঅ্যাকশনধারী পেইজ হল স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাদের পাওয়া মোট এনগেজমেন্ট সংখ্যা ২৫.৯ মিলিয়ন। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২২ মিলিয়ন।
বিশ্বের সেরা দুই ফুটবল ক্লাবের পরেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্সের অবস্থান। যারা এপ্রিল মাস জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে এনগেজমেন্ট পেয়েছে মোট ১৯.৪ মিলিয়ন। কেকেআরের পরে অবশ্য আছে ফুটবল ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।
Amader fans, best fans ???? pic.twitter.com/Elx0HdYUCD
— KolkataKnightRiders (@KKRiders) May 4, 2023
সোশ্যাল মিডিয়ায় এমন অর্জন টুইট বার্তায় প্রকাশ করে কোলকাতা নাইট রাইডার্স। এই টুইটের রিপ্লেতে অনেকেই লিখছেন, ‘কেকেআর ফেসবুকে এতো ইন্টাররঅ্যাকশনস পেয়েছে বাংলাদেশের ব্যবহারকারীদের কারণে।’
‘লিটন-সাকিবকে নিয়ে পোস্ট করে কেকেআর এখন ফেসবুকে শীর্ষে।’
‘কঠিন বাস্তবতা হল, বেশিরভাগই বাংলাদেশি। সাকিব, লিটন না খেললেও তাদের নিয়ে ছিল অসংখ্য পোস্ট।’
সাকিব, লিটনকে এবারের আইপিএলের জন্য ড্রাফট থেকে দলে নিয়েছিল কোলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া সরব করেছে কেকেআরের এডমিনরা সাকিব, লিটনের গ্রাফিক্যাল পোস্টে। ব্যক্তিগত ইস্যুতে সাকিব নিজের নাম শেষপর্যন্ত সরিয়ে নিলেও প্রথমবারের মতো আইপিএল খেলতে যান লিটন দাস।
এরপর থেকে কেকেআরের যেকোনো পোস্টে অধিকাংশ কমেন্ট করা হয়েছে লিটনের জন্য শুভকামনা জানিয়ে। লিটনের অনুশীলনের ছবি প্রকাশ করতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাকিবকে কেকেআর নিজেদের ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলায় লিখেছে—‘শুভ জন্মদিন সাকিব! দারুণ একটা দিন কাটুক।’ লিটন দাসের একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে একাধিক ছবি, ভিডিও পোস্ট করেছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি, তাতে সাড়াও পেয়েছে বেশ। অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে লিটনের ছবিতেই যেন মানুষের আগ্রহ বেশি, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। লিটন, সাকিবই এবার কোলকাতাকে এনে দিলেন সোশ্যাল মিডিয়ায় সাফল্য।