জিশান ঝড়ে শাইনপুকুরের দাপুটে জয়

জিশান ঝড়ে শাইনপুকুরের দাপুটে জয়
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এ রেলিগেশন এড়াতে খেলছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শক্ত দল গড়েও রেলিগেশন লিগে খেলতে হচ্ছে তাদেরকে। যেখানে আজ (৪ মে) ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ফরহাদ রেজার দলটি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৪ নম্বর গ্রাউন্ডে এদিন টসে জিতে আগে ব্যাট করে ঢাকা লেপার্ডস। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে।

যদিও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বোলারদের দাপটে ৪৫ ওভারও খেলতে পারেনি তারা। ৪৩.৫ ওভারে ১৯৭ রানেই গুটিয়ে যায় সোহরাওয়ার্দি শুভর দল।

দলের পক্ষে সর্বোচ্চ রান আসে উইকেটরক্ষক ব্যাটার সাব্বির হোসেন শিকদারের ব্যাটে। ৯৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।। এছাড়া ওপেনার মোহাম্মদ জসীম উদ্দিন খেলেন ৬৭ বলে ৩৯ রানের ইনিংস।

শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নেন ফরহাদ রেজা। ২ টি করে শিকার মাসুম খান টুটুল ও নাইম আহমেদের। ১ উইকেট দখলে নেন হাসান মুরাদ।

শাইনপুকুরের জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ৪৫ ওভারে ২০৪ রান। মোটামুটি সহজ লক্ষ্য হলেও মারমুখী ব্যাটিং করেন শাইনপুকুর ওপেনার জিশান আলম। ১৮ বছর বয়সী এই ব্যাটার খেলেন ৩১ বলে ৬০ রানের ইনিংস। যেখানে ১০ চারের সাথে ছিল ২ ছক্কা।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

তিনে নামা শ্রীলঙ্কান রিক্রুট দিমুথ করুণারত্নে ৬৬ বলে ৮ চারে ৭০ রান করে অপরাজিত থাকেন। ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর।

দাপুটে ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন জিশান আলম।

৯৭ প্রতিবেদক

Read Previous

শ্রীলঙ্কায় নিগারদের অসহায় আত্মসমর্পন

Read Next

সাকিব, লিটনের ভাইরাল ছবিতে ফেসবুকে কোলকাতার রেকর্ড

Total
0
Share