জনি বেয়ারস্টোর ‘রোলার কোস্টারের ৩৬ সপ্তাহ’

জনি বেয়ারস্টোকে আইসিসির ভর্ৎসনা
Vinkmag ad

জনি বেয়ারস্টো ফিরে আসলেন বাইশ গজে! অনাকাঙ্ক্ষিত চোটের জন্য বিশ্বকাপ খেলা হয়নি। মাঠে নামতে পারেননি চলতি আইপিএলে। তবে অ্যাশেজের আগে চমক হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ ইয়র্কশায়ারের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেয়ারস্টো, দীর্ঘ ৩৬ মাস পর হাতে উঠল গ্লাভস। ক্রিকেটের বাইরে থাকা দীর্ঘ সময়ের যন্ত্রণা প্রকাশ করলেন বেয়ারস্টো।

কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরলেন জনি বেয়ারস্টো। ইয়র্কশায়ারের জার্সিতে নিজের প্রত্যাবর্তনের দিন শুরুর ওভারেই গ্লাভস হাতে নিয়েছেন ক্যাচ। এর আগে অবশ্য ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে খেলেছেন ম্যাচ, ব্যাট হাতেও দেখিয়েছেন সেই পুরানো দাপট। ৮৮ বলে খেলেন ৯৭ রানের এক ইনিংস।

২৫ আগস্ট ২০২২ এ খেলেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে কোর্সে পা পিছলে চোট পান। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান। অক্টোবরে ভাঙা পা এবং গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় তার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেও নাম সরিয়ে দেওয়া হয়। চলতি আইপিএলেও বড় ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস। চোটের কারণে আইপিএল শুরুর আগেই পাঞ্জাব কিংস জানিয়ে দেয় এই মৌসুমে খেলতে পারবেন না বেয়ারস্টো।

এখন চোট সারিয়ে বেয়ারস্টো ফিরে আসলেন মাঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ দিয়ে ফিরে আসবেন আন্তর্জাতিক ক্রিকেটেও। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে জনি বেয়ারস্টো শুনিয়েছেন ফেরার সেই লম্বা গল্প,

 

View this post on Instagram

 

A post shared by Jonny Bairstow (@jbairstow21)

‘৩৬ সপ্তাহ… ৩৬ সপ্তাহের ব্যথা… একটি আবেগপূর্ণ রোলারকোস্টারের ৩৬ সপ্তাহ… প্রশ্ন জিজ্ঞাসা করার ৩৬ সপ্তাহ… আপনি উত্তর নাও পেতে পারেন…
রাস্তা সোজা বা সহজ ছিল না… কিন্তু আরে এটা তো আমি… এমন কেন হবে!

আমি সেই কঠিন সময়ের মধ্য দিয়ে যেখানটা ছেড়ে এসেছি সেখানে ফিরে যাওয়ার জন্য প্রচুর শক্তি এবং ইচ্ছা নিয়ে এসেছি!

যারা আমার সাথে এই কঠিন সময়ে ছিলেন তাদের সকলকে… সার্জন, ফিজিও এবং অন্যান্য ব্যাকরুম স্টাফদের অনেক ধন্যবাদ! আমার পরিবার এবং বন্ধুদের জন্য…. তোমাদের ছাড়া আমি এই যাত্রা করতে পারতাম না! আগুন উজ্জ্বল জ্বলছে এবং আমি সামনের গ্রীষ্মের জন্য অপেক্ষা করতে পারছি না।’

১৬ জুন থেকে শুরু হওয়া অ্যাশেজের আগে প্রথম-শ্রেণীর ম্যাচ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন জনি বেয়ারস্টোর। যা নিঃসন্দেহে ইংল্যান্ড ক্রিকেটের জন্য দারুণ সুখবর।

৯৭ ডেস্ক

Read Previous

শচীনের শহরে এলিনের সেঞ্চুরি, ভালো অবস্থানে সফরকারীরা

Read Next

দেশের দর্শকদের বিসিবি দিতে পারেনি সুখবর

Total
0
Share