

সব ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি সেঞ্চুরি করেছেন শচীন রমেশ টেন্ডুলকার। ভারত তথা ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারের শহর মুম্বাই। সেখানে দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে খেলতে গেছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ১ম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতা জাওয়াদ আবরারের দল ২য় ম্যাচেও আছে সুবিধাজনক অবস্থানে।
মুম্বাইকে প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে দিয়ে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল ১ম দিন শেষ করেছিল ১ উইকেটে ৩ রান নিয়ে। তামিম আউট হলেও ১ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক জাওয়াদ আবরার।
তবে ২য় দিনে এসে আর ৫ রান যোগ করে ফেরেন জাওয়াদ। ১৬ রানে ২ উইকেট হারানোর পর তিনে নামা রিফাত বেগ ও চারে নামা কালাম সিদ্দিকি এলিন গড়েন ৯৭ রানের জুটি।
আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা রিফাত এদিন ৫ রানের জন্য মিস করেন ফিফটি। তবে সেঞ্চুরি তুলে নেন এলিন। ২১১ বল খেলে ১৪ চারে ইনিংস সাজিয়ে ফেরেন ১০৩ রান করে।
View this post on Instagram
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সামিউন বশির রাতুল ২৮ বল খেলে ২৫ রান করেন। এলিন আউট হবার পর শেষ ৪ উইকেট বাংলাদেশ হারায় মাত্র ১৩ রানের মধ্যে। ৮০.৫ ওভারে ২৩৪ রান করে অলআউট হয় প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল।
২০ রানের বোঝা মাথায় নিয়ে শেষ বিকালে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। ১০ ওভারে ২৫ রান করে ১ উইকেট হারিয়েছে তারা।
৯ উইকেট হাতে রেখে ৫ রানে এগিয়ে থেকে ৩য় ও শেষ দিনে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।