

বাংলাদেশের তারকা উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস এবারই প্রথম সুযোগ পেয়েছিলেন আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ। আইপিএল ২০২৩ এর জন্য নিলাম থেকে তাকে দলে টেনেছিল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে লিটনের আইপিএল যাত্রা মোটেও সুখকর হয়নি।
চার দিয়ে আইপিএল যাত্রা শুরু করলেও সুযোগ পাওয়া একটি মাত্র ম্যাচে লিটনের রান ঐ ৪ ই। উইকেটের পেছনে গ্লাভস হাতেও সহজ সুযোগ হাতছাড়া করেন লিটন। এরপর আর দ্বিতীয় সুযোগ মেলেনি।
পরবর্তীতে ‘ফ্যামিলি মেডিকেল ইস্যু’ তে আইপিএল ছেড়ে দেশে ফিরে আসেন লিটন দাস। দেশ থেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে গেছেন এই স্টাইলিস্ট ব্যাটার। কেকেআর শিবির খুঁজে নিয়েছে তার বিকল্প।
বৃহস্পতিবার আইপিএলের বাকি অংশের জন্য লিটন দাসের বিকল্প হিসাবে ক্যারিবীয় ব্যাটার জনসন চার্লসের নাম ঘোষণা করেছে কোলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
???? NEWS ????@KKRiders name Johnson Charles As Replacement For Litton Das.
Details ???? #TATAIPLhttps://t.co/YlXMvvsRhp pic.twitter.com/0Qtiiseqw4
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
উইকেটরক্ষক ব্যাটার চার্লস উইন্ডিজদের পক্ষে ৪১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন ৯৭১। ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি।
সাকুল্যে ২২৪ স্বীকৃত টি-টোয়েন্টি খেলা চার্লস রান করেছেন ৫৬০০। চার্লসকে দলে ভেড়াতে কেকেআরকে গুনোট হয়েছে ৫০ লাখ ভারতীয় রুপি।