

আইপিএল মিশনের মাঝপথে দেশে ফিরে আসলেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে যাবেন ইংল্যান্ড। দিল্লি ক্যাপিটালসের টিম হোটেল ছাড়ার সময় মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছেন হেড কোচ রিকি পন্টিং।
বুধবার বিকালে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছান মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএল আসরে দুই ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। তাই কিছুটা হতাশ হলে বিদায়বেলায় ফিজকে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
দিল্লির হেড কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। মুস্তাফিজের কাঁধে হাতে রেখে তুলেছেন ছবি, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লি ক্যাপিটালস।
A coach's blessings and well wishes on behalf of all of us from Punter to our ???????? tiger ????
Go well in Ireland, Fizz ????#IREvBAN | @Mustafiz90 | @RickyPonting pic.twitter.com/CFEjNieRrh
— Delhi Capitals (@DelhiCapitals) May 3, 2023
যেখানে ফিজকে নিয়ে ক্যাপশনে লিখে,
‘আমাদের সকলের পক্ষ থেকে একজন কোচের আশীর্বাদ ও শুভকামনা, আমাদের বাঘকে (মুস্তাফিজ) পান্টার (পন্টিং)।’
আগামীকাল সকালেই ঢাকা থেকে ইংল্যান্ডের বিমান ধরবেন মুস্তাফিজ। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য ফিজকে শুভকামনা জানিয়েছে দিল্লি,
‘আয়ারল্যান্ড সিরিজে ভালো পারফর্ম কর ফিজ।’
৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। তাসকিন আহমেদ ইনজুরির কারণে দলে না থাকায় টাইগার পেস ইউনিটের বড় দায়িত্ব মুস্তাফিজের কাঁধে।