

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি অনানুষ্ঠানিক টেস্টের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণদের নিয়ে গড়া এই দলের নেতৃত্বে আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছে কয়েকজন।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজের সময়সূচী আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিবৃতি দিয়ে জানাল প্রথম দুই টেস্টের স্কোয়াড।
বাংলাদেশ ওয়ানডে দল এখন ইংল্যান্ড সফরে। সেই দলে ডাক না পাওয়া আফিফ হোসেন ধ্রুব এবার ‘এ’ দলের দায়িত্বে।
ঘোষিত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ। বাংলাদেশ টেস্ট দলের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে নিয়ে স্কোয়াড হয়েছে আরও শক্তিশালী।
পেস ইউনিট সামলানোর দায়িত্ব রেজাউর রহমান রাজা, তানজিম সাকিব, রিপন মন্ডলদের কাঁধে। জাকের আলি অনিক খেলছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে।
উইন্ডিজ ‘এ’ বাংলাদেশে পৌঁছাবে আগামী ১১ মে। বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে সিলেটে খেলবে লাল বলের তিন ম্যাচের সিরিজ। ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি শুরু হবে ২৩ মে। শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। ম্যাচ শুরুর সময় সকাল ১০টায়।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শাহাদাত হোসেন দিপু, নাইম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মন্ডল।