

লখনৌতে আজ বিকালের ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। পয়েন্ট টেবিলে দু’দলই সমানে সমান। দু’দলেরই ৯ ম্যাচে ৫ জয়। চেন্নাই এর আগে পরপর দুটি ম্যাচ হারে। বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ার আগে চেন্নাই লখনৌকে হারিয়ে ২ পয়েন্ট নেয়া ছিল কেবল সময়ের ব্যাপার।
গত ম্যাচে লোকেশ রাহুলের ইঞ্জুরির পর ক্রুনাল পান্ডিয়া দলের দায়িত্ব নিয়ে আজ ধোনির সাথে টস করতে নামে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ধোনি।
তবে টসের সময়কার এক অপ্রত্যাশিত ঘটনা চেন্নাইয়ের দর্শক ও ধোনিভক্তদের জন্য সুখবর বয়ে আনে। ধারাভাষ্যকার ড্যানি মরিসন হঠাৎই ধোনিকে প্রশ্ন করে বসেন যে, ধোনি তার শেষ আইপিএল সিজন কেমন উপভোগ করছেন। জবাবে হাস্যোজ্জ্বল ঢংয়ে ধোনি জানান, আপনি এটা আমার শেষ সিজন মনে করলেও আমি মনে করছি না। যার মানে দাঁড়ায় পরবর্তী আসরেও হলুদ জার্সিতে দেখা যাবে বিশ্বকাপজয়ী এ ক্যাপ্টেনকে।
লোকেশ রাহুলের পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পাওয়া মানান ভোহরা মাত্র ১০ করে ফেরেন সাজঘরে। কাইল মেয়ার্স আজ ব্যাটের নান্দনিকতা দেখাতে পারে নি। দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রুনাল পান্ডিয়া গোল্ডেন ডাক মেরে আউট হন। নিকোলাস পুরান কিছু রান করলেও মার্কাস স্টয়িনিস, করন শর্মা’রা আজ আর জ্বলে উঠতে পারেনি।
তবে দলের ক্রান্তিকালে তরুণ আইয়ুশ বাদোনি নিজের সবটা উজার করে দেন। তার ৩৩ বলে ৫৯ রানের ইনিংসের উপর ভর করে বৃষ্টিতে খেলা বন্ধ না হওয়া পর্যন্ত লখনৌর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১২৫।
বল হাতে মাহেশ থিকশানা, মঈন আলি, মাথিসা পাথিরানা পান দুটি করে উইকেট। বাকি একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।