

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরুষ বিভাগে এপ্রিল মাসের মনোনয়নের শর্ট লিস্টে ফখর আজম, মার্ক চ্যাপম্যান ও লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার নাম। পুরো এপ্রিল জুড়ে অনবদ্য পারফর্ম করে তাঁরা এবার আছেন সেরা হওয়ার দৌড়ে।
২০২৩ সালের এপ্রিল মাসের বিজয়ী নির্বাচনের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে আছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান, নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার রহস্যময় স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
ফখর জামান এপ্রিল মাসে ছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচে শতক হাঁকিয়ে দলকে লিড এনে দেন। এর আগে লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন।
দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের টার্গেট টপকাতে নেমে ফখর জামান অপরাজিত থাকেন শেষ বল অব্দি। ১৪৪ বলে তিনি করেন ১৮০ রান। তার এই অপরাজিত ইনিংস সাজানো ছিল ১৭ চার ও ৬ ছক্কায়।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্য যে কোনো স্পিনারের চেয়ে কম ম্যাচে পঞ্চাশ উইকেটের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড প্রবাথ জয়সুরিয়ার, সাত টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেন বাঁহাতি স্পিনার। যিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে গলে দুই ম্যাচের টেস্ট সিরিজে মোট ১৭ উইকেট নিয়েছিলেন।
মার্ক চ্যাপম্যান পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আনতে সাহায্য করেছিলেন। চ্যাপম্যান চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪২ বলে ৭১ এবং ৫৭ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে সিরিজে মোট ২৯০ রান সংগ্রহ করেন।
এর আগে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরুষ বিভাগে ২০২৩ এর মার্চ মাসের পুরস্কার জিতেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।