

নারী ক্রিকেটের এক কিংবদন্তির বিদায়। প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইল তার পরিবারের দিকে মনোযোগ দেওয়ার জন্য সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর তাতেই থেমে গেলে তার দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।
দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ২৪১ আন্তর্জাতিক ম্যাচ খেলা শাবনিম ইসমাইল নামের পাশে যোগ করেছেন ৩১৭ উইকেট। বিশ্ব ক্রিকেটে তিনি এক অসামান্য খেলোয়াড় ছিলেন, সবসময় অবিশ্বাস্য আবেগ এবং উদ্দেশ্য নিয়ে খেলেছেন।
শাবনিম নারীদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে তার ক্যারিয়ার শেষ করেন এবং সব ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট তার দখলেই। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম বল (১২৮ কিমি) করার রেকর্ডও তার ঝুলিতে।
এর মানে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। অস্ট্রেলিয়া শিরোপা জিতলেও শাবনিম ফাইনালে বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারের কোটায় ১ মেডেনসহ মাত্র ২৬ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
২০০৭ সালে দেশের জার্সিতে যাত্রা শুরু। ২০২৩ এ এসে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও শাবনিম খেলা চালিয়ে যাবেন বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।
SHABNIM ISMAIL RETIRES ????
Legendary fast bowler Shabnim Ismail has announced her retirement from all forms of international cricket for the Proteas Women with immediate effect to focus on her family ????
2⃣4⃣1⃣ internationals
3⃣1⃣7⃣ wicketsThank you for everything Shabnim ???? pic.twitter.com/GqzD9WZNn5
— Proteas Women (@ProteasWomenCSA) May 3, 2023
অবসর ঘোষণার বিবৃতিতে শাবনিম ইসমাইল লিখেন,
‘প্রিয় ক্রিকেট পরিবার, ১৬ বছর গর্বের সাথে আমার দেশের প্রতিনিধিত্ব করার পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এবং আমার জীবনের পরবর্তী অধ্যায়ে যাওয়ার কঠিন সিদ্ধান্তে এসেছি।
আমি যখন আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, আমি যে সমস্ত সুযোগ এবং অভিজ্ঞতা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে খুশি। খেলোয়াড়দের একটি দুর্দান্ত দলের অংশ হতে পেরে আমি গর্বিত। স্মৃতি, চিরকাল আমার সাথে থাকবে।
আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, আমার সতীর্থদের, কোচ এবং চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাতে চাই তাদের সমস্ত ইনপুট এবং বছরের পর বছর ধরে সমর্থনের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ।’