

মুম্বাইয়ে দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে খেলতে গেছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)। মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ১ম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতা জাওয়াদ আবরারের দল ২য় ম্যাচেও দারুণ শুরু করেছে।
১ম ম্যাচে প্রথম ইনিংসে ১৯০ রানে অলআউট হয়েছিল মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে ২য় ম্যাচের প্রথম ইনিংসে তারা করতে পারে ২১৪ রান।
৮৪.৫ ওভারে ২১৪ রানে মুম্বাই অলআউট হবার পরে ২.৩ ওভার ব্যাট করে ৩ রান স্কোরবোর্ডে জমা করা জুনিয়র টাইগাররা হারিয়েছে আজিজুল হাকিম তামিমের উইকেট। ১ রানে অপরাজিত থাকা অধিনায়ক জাওয়াদ আবরার ২য় দিনে ব্যাট করতে নামবেন।
তামিমের উইকেট না গেলে প্রথম দিন নিশ্চিতভাবেই হত সফরকারীদের। বল হাতে সেই লক্ষ্যেই কাজ করেছিলেন শেখ ইমতিয়াজ শিহাব।
মুম্বাইকে ২১৪ রানে গুটিয়ে দিতে ৫ উইকেট নেন লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাব। ২০ ওভার বল করে ৫ মেডেন সমেত ৫ উইকেট নেওয়া শিহাব রান খরচ করেন মাত্র ৩৬। ১২০ বলের মধ্যে ১০০ বলেই কোন রান দেননি তিনি।
View this post on Instagram
এছাড়া দুইটি করে উইকেট নেন মোহাম্মদ সবুজ ও সামিউল ইসলাম শুভ। প্রথম ম্যাচের ম্যাচসেরা সামিউন বশির রাতুল নেন ১ উইকেট।
মুম্বাইয়ের পক্ষে ফিফটি করেন রাজা মির্জা (৫৬)। এছাড়া ৪৮ রান করেন ওপেনার অনিকেত সিং।
২১১ রানে পিছিয়ে থেকে ২য় দিনে ব্যাট করতে নামবে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।