বাবরের কাঁধে ফখরের নিঃশ্বাস, মিচেলের লম্বা লাফ

বাবরের কাঁধে ফখরের নিঃশ্বাস, মিচেলের লম্বা লাফ
Vinkmag ad

পাকিস্তান ওপেনার ফখর জামান আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ওয়ানডে ব্যাটারদের মধ্যে ২ নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা ফখরের সামনে এখন কেবল তার অধিনায়ক বাবর আজম।

প্রথম ম্যাচে ১১৭, ২য় ম্যাচে অপরাজিত ১৮০। দলের জয়ে অবদান রেখে দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার পান ফখর জামান।

এই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন র‍্যাংকিংয়ে। ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে উঠে এসেছেন তিনি। এর আগে এপ্রিল, ২০২১ এ সাত নম্বরে উঠেছিলেন ফখর।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

বাবর-ফখরের সতীর্থ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে। ৬৪ নম্বর থেকে ৫৮ নম্বরে উঠে এসেছেন তিনি। ফাস্ট বোলার হারিস রউফ ১২ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন।

নিউজিল্যান্ড ব্যাটার টম ল্যাথাম ও ড্যারিল মিচেলের উন্নতি হয়েছে। ৩ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন ল্যাথাম। বড় লাফ দিয়ে ৫৭ ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন মিচেল।

সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম ৩ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। ওমানের অধিনায়ক জিশান মাকসুদ অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন।

৯৭ ডেস্ক

Read Previous

সাঙ্গাকারার অনন্য রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ফখর জামানের সামনে

Read Next

অধিনায়কের অমন ব্যাটিংয়ের পরেও হার এড়াতে পারল না টাইগার যুবারা

Total
0
Share