

৫০ ওভারি ক্রিকেটে ফর্মের তুঙ্গে আছেন পাকিস্তান ওপেনার ফখর জামান। দাপুটে ফর্মে চারদিক থেকে পাচ্ছেন প্রশংসা। এবার ফখরের সামনে বিশ্বরেকর্ডে ভাগ বসানোর সুযোগ।। করাচিতে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডেতে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার রেকর্ড ছুঁতে পারেন ফখর।
শনিবার কিউই বোলারদের শাসন করে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেছিলেন ফখর। তাতে করে পাকিস্তানের পক্ষে ৪র্থ ব্যাটার হিসাবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক পূর্ণ হয় তার।
ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক ১২ দফা হলেও কেবল কুমার সাঙ্গাকারা টানা ৪ ম্যাচে সেঞ্চুরি করেন।। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সাঙ্গাকারা তিন অঙ্ক স্পর্শ করেন বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। বুধবার সেঞ্চুরি করলে সাঙ্গাকারার সঙ্গী হবেন ফখর জামান।
জানুয়ারিতে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১ রান করা ফখর চলমান সিরিজে ১১৭ ও ১৮০* রান করেছেন। তার ব্যাটিং শৈলিতে পাকিস্তান ৫ ম্যাচের সিরিজে এগিয়ে ২-০ ব্যবধানে।