আইপিএলে আরও এক নাটকীয় ম্যাচ, শেষ হাসি দিল্লির

আইপিএলে আরও এক নাটকীয় ম্যাচ, শেষ হাসি দিল্লির
Vinkmag ad

আইপিএলে নাটকীয়তা যেনো শেষই হচ্ছে না। গত ম্যাচে কোহলি-গম্ভীর উত্তপ্ত বাক্য বিনিময়ের পর টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়া দিল্লি মাত্র ১৩০ রান করে গুজরাটকে হারায় ৫ রানে। আইপিএল উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

আহমেদাবাদে টস জিতে ব্যাটিং করবে বলে সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। এক ম্যাচে ফিফটি করে আজ আবার গোল্ডেন ডাক খায় ফিল সল্ট। ডেভিড ওয়ার্নার মাত্র ২ করে আউট হয়ে ফিরে গেলেও দিল্লির ব্যাটিং দশার কোনো পরিবর্তন হয় না। প্রিয়াম গার্গ, মানিশ পান্ডে, রাইলি রুশোরাও দলের হাল ধরতে পারে নি।

তবে লোয়ার মিডল অর্ডারে আক্সার পাটেল এবং আমান খান যথাসাধ্য চেষ্টা করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলবার। আমান খান নিজের অর্ধশতক পূরণ করে আউট হলে রিপাল পাটেল দ্রুতগতিতে রান তুলতে যেয়ে ১৩ বলে ২৩ করে আউট হন। ৮ উইকেটের ব্যবধানে ২০ ওভার শেষে দিল্লির সংগ্রহ ১৩০ রান।

দিল্লির ব্যাটিং অর্ডার ধসিয়ে দেয়ার পেছনে মূল কারিগরের নাম মোহাম্মদ শামি। ৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে তার নামের পাশে লিখান ৪ উইকেট। পাশাপাশি মোহিত শর্মা ২টি এবং রাশিদ খান পান ১টি উইকেট ।

সহজ এ লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনারের কেউই উইকেটে টিকতে পারে নি। দুই ওপেনারের দায়িত্বহীনতার দায় কাধে নিয়ে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে করেন অপরাজিত ৫৯ রান। তার সাথে জুটি করতে ব্যর্থ হন মিডল অর্ডারের দুই ইন-ফর্ম ব্যাটার বিজয় শঙ্কর এবং ডেভিড মিলার।

অভিনব মনোহর ২৬ করে হার্দিক পান্ডিয়ার সাথে দলকে জেতাতে চেষ্টা করেন। রাহুল তেওয়াটিয়া ৭ বলে ২০ করলে একটা পর্যায়ে মনে হচ্ছিল শেষ রক্ষা মনে হয় আর হবে না। তীরে এসে এবারও বুঝি দিল্লির তরী ডুববে। ইশান্ত শর্মার শেষ ওভারে দরকার ১২ রান। ক্রিজে সেট ব্যাটার হার্দিক পান্ডিয়া এবং ফিনিশার রাহুল তেওয়াটিয়া থাকার পরও গুজরাট ম্যাচটা হেরে যায় ৫ রানে।

দিল্লির ইশান্ত শর্মা এবং খলিল আহমেদ নেন ২টি করে উইকেট এবং আনরিখ নরকিয়া এবং কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট। সেরা ইকোনমিতে বল করায় ম্যাচ সেরার খেতাব জেতেন মোহাম্মদ শামি।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সাদা বলের সিরিজের সূচি ঘোষণা

Read Next

সাঙ্গাকারার অনন্য রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ফখর জামানের সামনে

Total
0
Share