

মঙ্গলবার (২ মে) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে তাদের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে। বছরের শেষ ভাগে ক্যারিবিয়ান সফরে যাবে ইংল্যান্ড।
সফর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর দুই দল খেলবে ৫ টি-টোয়েন্টি। সাদা বলের এই সিরিজ খেলতে অ্যান্টিগা, বারবাডোস, গ্রেনাডা ও ত্রিনিদাদ সফর করবে ইংলিশরা।
“This tour will be a major economic boost to the host countries, as well as providing our fans with the chance to see some of their favourite players in action against one of our biggest rivals.” – CWI’s Chief Executive Officer, Johnny Grave
— Windies Cricket (@windiescricket) May 2, 2023
৩ ও ৬ ডিসেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। ৯ ডিসেম্বর বারবাডোসের কেনসিংটন ওভালে হবে ৩য় ওয়ানডে। ১২ ডিসেম্বর একই মাঠে হবে প্রথম টি-টোয়েন্টি।
গ্রেনাডায় ১৪ ও ১৬ ডিসেম্বর হবে ২য় ও ৩য় টি-টোয়েন্টি। শেষ দুই ম্যাচ হবে ১৯ ও ২১ ডিসেম্বর ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে।