পাকিস্তানের রানের পাহাড়ে চাপা পড়া টাইগার যুবাদের লড়াই

পাকিস্তানের রানের পাহাড়ে চাপা পড়া টাইগার যুবাদের লড়াই
Vinkmag ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচে শুরু থেকেই ব্যাকফুটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান যুবাদের রান পাহাড়ে চাপা পড়ে টাইগার যুবার দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে।

১ম ইনিংসে ১৪৯ রান তুলেই অলআউট হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২১ রানেই ৫ উইকেট হারানো স্বাগতিকরা ১৫০০ ছুঁইছুঁই স্কোর গড়ে অধিনায়ক শাহরিয়ার সাকিবের ৪৮ ও শেখ পারভেজ জীবনের ৫৬ তে ভর করে।

নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে পাকিস্তান। শাহজাইব খানের ১৭৪, ওবেদ শহীদের ৬৭ তে ভর করে ১২৮.১ ওভারে ৪২০ রান করে অলআউট হয় পাকিস্তান।

২৭১ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা থাকলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় শাহরিয়ার সাকিবরা। ওপেনার মাজহারুল ইসলাম শুন্য হাতে ফিরলেও অপর ওপেনার আশিকুর রহমান শিবলি খেলেন ২০১ বলের ৭৯ রানের ইনিংস।

তিনে নামা আদিল বিন সিদ্দিক ২৬ রান করে আউট হন। শাহরিয়ার সাকিব ৪৭ রান করে অপরাজিত আছেন, ৫ রান করে অপরাজিত থাকেন একান্ত শেখ। ৩ উইকেটে ১৬৬ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

শেষ দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের রানের চেয়ে ১০৫ রানে পিছিয়ে থেকে শুরু করবে বাংলাদেশ।

৯৭ প্রতিবেদক

Read Previous

অস্ট্রেলিয়ার রাজত্ব শেষ করে শীর্ষে ভারত

Read Next

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সাদা বলের সিরিজের সূচি ঘোষণা

Total
0
Share