

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় ক্রিকেট দল বিশ্বের ১ নম্বর টেস্ট দলের মর্যাদা পেয়েছে। আজ (২ মে) অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছে দলটি।
১২১ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান এখন ১ নম্বরে। দুই নম্বরে থাকা প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৬।
Congratulations to #TeamIndia ???????? for becoming the No. 1 Test team in the world. The top spot reflects India’s commitment to Test cricket and the consistent performances both home and away. India are also the No. 1 T20I side. @BCCI
— Jay Shah (@JayShah) May 2, 2023
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে র্যাংকিংয়ের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ভারত। র্যাংকিংয়ের শীর্ষে উঠে এখন ভারতের চোখ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। লন্ডনের ওভালে জুন ৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া যে ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
???? New World No.1 ????
India dethrone Australia in the annual update of the @MRFWorldwide ICC Men’s Test Rankings ahead of the #WTC23 Final ????
— ICC (@ICC) May 2, 2023
আইসিসি টেস্ট র্যাংকিং-
১. ভারত- ১২১
২. অস্ট্রেলিয়া- ১১৬
৩. ইংল্যান্ড- ১১৪
৪. দক্ষিণ আফ্রিকা- ১০৪
৫. নিউজিল্যান্ড- ১০০
৬. পাকিস্তান- ৮৬
৭. শ্রীলঙ্কা- ৮৪
৮. ওয়েস্ট ইন্ডিজ- ৭৬
৯. বাংলাদেশ- ৪৫
১০. জিম্বাবুয়ে- ৩২।
লম্বা সময় ধরে র্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিল অস্ট্রেলিয়া। তাদের ১৫ মাসের রাজত্ব শেষ করেছে ভারত।
এই হালনাগাদের আগে অস্ট্রেলিয়া ১২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। ১১৯ রেটিং পয়েন্ট ছিল ভারতের। হালনাগাদে আমলে আনা হয়েছে মে, ২০২০ থেকে মে ২০২২ অব্দি ম্যাচের পারফরম্যান্স।