কোহলির আগে নাভিনের সঙ্গে লেগে গিয়েছিল আফ্রিদিরও

কোহলির আগে নাভিনের সঙ্গে লেগে গিয়েছিল আফ্রিদিরও
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৩ এ লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে আফগানিস্তানের ফাস্ট বোলার নাভিন উল হক ভিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন।

লখনৌ-ব্যাঙ্গালোর ম্যাচের মাঝে ও ম্যাচ শেষে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নাভিন উল হক তো বটেই, গৌতম গম্ভীরের সঙ্গেও বাদানুবাদে জড়াতে দেখা যায় ভিরাট কোহলিকে।

ঠিক কি কারণে এমন ঘটনা মাঠে ঘটেছে তা অজানা হলেও নাভিন উল হকের এমন বিবাদে জড়িয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে এর আগেও লেগে গিয়েছিল তার।

২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে নাভিন উল হক ঝা’মেলায় জড়ান শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের মোহাম্মদ আমির ও শহীদ আফ্রিদির সঙ্গে।

মাঠে অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে শাস্তি পেয়েছেন নাভিন উল হক। শাস্তির সম্মুখিন হয়েছেন ভিরাট কোহলি, গৌতম গম্ভীরও।

আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় ভিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। লেভেল ১ এর নিয়ম ভঙ্গ করা নাভিন উল হক হারিয়েছেন ম্যাচ ফি’র ৫০ শতাংশ। সবাই তাদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

৯৭ ডেস্ক

Read Previous

প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

Read Next

অস্ট্রেলিয়ার রাজত্ব শেষ করে শীর্ষে ভারত

Total
0
Share