

এসিসি প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন নেপাল! দেশটির জন্য গর্বে ভরা ঐতিহাসিক দিন। নেপাল দুর্দান্ত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে এগিয়ে গেছে। প্রথমবারের মতো তারা এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।
এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের জন্য নির্বাচিত হয়েছে নেপাল।
रातो र चन्द्र सुर्य
जङ्गी निशान हाम्रो !! ????????We are the CHAMPIONS of the #ACCPremierCup!
A day filled with pride and the players filled with passion!
Nepal beats UAE to progress through to the Asia Cup with a fantastic performance from Nepal.#NEPvUAE | #RoadToAsiaCup | #weCAN pic.twitter.com/lwtOsR8Q5e— CAN (@CricketNep) May 2, 2023
ফাইনালে ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অল্পতেই গুটিয়ে যায় সংযুক্ত আরব-আমিরাতের ব্যাটিং লাইন। ৩৩.১ ওভারে ১১৭ রানের বেশি আসেনি স্কোরবোর্ডে। টপ অর্ডারের ব্যর্থতায় কাজে আসেনি আসিফ খানের ৪৬ রানের ইনিংস।
অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, বৃত্ত অরবিন্দরা গুরুত্বপূর্ণ ম্যাচে পাননি রানের দেখা। ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা নেপালকে একশোর গণ্ডি পার করে নিয়ে যান আসিফ খান। দলীয় ১০৬ রানে আসিফ প্যাভিলিয়নে ফেরেন ৫৪ বলে ৪৬ করে।
বল হাতে চমক দেখিয়েছেন নেপালের বাহাতি স্পিনার ললিত রাজবংশী। ১৪ রান খরচায় তিনি ঝুলিতে নেন ৪ উইকেট। সন্দ্বীপ লামিচানেও বল হাতে আলো ছড়িয়েছেন। ২ উইকেট শিকার করেন ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে স্কোরবোর্ডে ২২ রান উঠতেই নেপাল খুইয়ে ফেলে তিন ব্যাটারকে। এরপর গুলসান জা আর বিম শার্কির পালটা প্রতিরোধ। আরব-আমিরাতের বোলিং অ্যাটাক আর কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
গুলসান ফিফটি হাঁকিয়ে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৬৭ রানে। ৮৪ বলের এই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৬ ছক্কা, বিপরীতে ৪ কেবল ৩টি। ৯৬ রানের হার-না-মানা এই জুটিতে বিমের সংগ্রহ ৩৬*। আর তাতেই নেপাল তুলে নেয় ৭ উইকেটের বড় জয়, ১৯.৩ ওভার বাকি থাকতে। চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেল এশিয়া কাপের মঞ্চে।