

শ্রীলঙ্কায় ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের আগে ২৭ এপ্রিল এক প্রস্তুতি ম্যাচ খেলে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে ব্যাটিংটা যুতসই না হলেও জয় পায় বাংলাদেশ।
তবে কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডেতে বাগড়া বাধায় বৃষ্টি। শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তুললে বৃষ্টি নামে। পরে আর খেলার উপযোগী অবস্থা তৈরি না হলে ম্যাচ ভেসে যায়।
আজ দ্বিতীয় ওয়ানডেতে তো বৃষ্টি বাগড়ায় ম্যাচ শুরুই হয়নি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় ম্যাচ শুরু হবার কথা থাকলেও তা শুরু হতে পারেনি বৃষ্টির কারণে।
????️????♀️???? Match day in Colombo, fingers crossed for a rain-free game! ????#SLvBAN #LionessRoar pic.twitter.com/LyFDDkSTpt
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) May 2, 2023
সিরিজের বাকি থাকা সূচি-
২ মে- ২য় ওয়ানডে, পি সারা ওভাল
৪ মে- ৩য় ওয়ানডে, পি সারা ওভাল
৭ মে- টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ, সিসিসি (কলম্বো ক্রিকেট ক্লাব)
৯ মে- ১ম টি-টোয়েন্টি, এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)
১১ মে- ২য় টি-টোয়েন্টি, এসএসসি
১২ মে- ৩য় টি-টোয়েন্টি, এসএসসি।