ব্যাটিং পজিশন নিয়ে অখুশি রিজওয়ান, জানালেন প্রকাশ্যে

ব্যাটিং পজিশন নিয়ে অখুশি রিজওয়ান, জানালেন প্রকাশ্যে
Vinkmag ad

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রকাশ্যে আনলেন ওয়ানডে ফরম্যাটে তার ব্যাটিং পজিশন নিয়ে ক্ষোভ। পাঁচ নম্বরে ব্যাটিং করলেও রিজওয়ান চান চার নম্বরে ব্যাট করতে।

করাচিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানান তিনি তার আদর্শ ব্যাটিং পজিশন স্যাক্রিফাইস করতে তৈরি দলের স্বার্থে।

তিনি বলেন, ‘যদি আপনি আমাকে সত্য বলতে বলেন ওয়ানডেতে আমি পাঁচ নম্বরে ব্যাট করে খুশি না। কারণ আমি পাঁচ নম্বরে ব্যাট করতে চাই। তবে এটা গুরুত্বপূর্ণ না যে আমি যেটা চাইবো সেটাই হওয়া। অধিনায়ক ও কোচ তাদের পছন্দমত কাজই করবে। চারে ব্যাট করার ইচ্ছা আমার নিজের।’

‘তবে আমি কাওকে অভিযোগ করিনি। আমি গেল ১৫*১৬ বছর ধরে স্যাক্রিফাইস করে যাচ্ছি এবং কোন অভিযোগ করছি না। আমরা তৈরি অধিনায়ক ও কোচ আমাদের যা যা করতে বলেন তা করতে।’

৯৭ ডেস্ক

Read Previous

কোহলির ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি

Read Next

শ্রীলঙ্কায় বাঘিনীদের ম্যাচে বৃষ্টির বাগড়া

Total
0
Share