

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রকাশ্যে আনলেন ওয়ানডে ফরম্যাটে তার ব্যাটিং পজিশন নিয়ে ক্ষোভ। পাঁচ নম্বরে ব্যাটিং করলেও রিজওয়ান চান চার নম্বরে ব্যাট করতে।
করাচিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানান তিনি তার আদর্শ ব্যাটিং পজিশন স্যাক্রিফাইস করতে তৈরি দলের স্বার্থে।
তিনি বলেন, ‘যদি আপনি আমাকে সত্য বলতে বলেন ওয়ানডেতে আমি পাঁচ নম্বরে ব্যাট করে খুশি না। কারণ আমি পাঁচ নম্বরে ব্যাট করতে চাই। তবে এটা গুরুত্বপূর্ণ না যে আমি যেটা চাইবো সেটাই হওয়া। অধিনায়ক ও কোচ তাদের পছন্দমত কাজই করবে। চারে ব্যাট করার ইচ্ছা আমার নিজের।’
Mohammad Rizwan is not happy batting at number five in ODIs
‘I am not happy. I would prefer batting at number four, but I am ready to sacrifice for the sake of the team. I have to listen to coach and captain Babar Azam’
Video courtesy: Pakistan Cricket Board#PAKvNZ pic.twitter.com/fhmkzEdFfT
— Cricket Pakistan (@cricketpakcompk) May 1, 2023
‘তবে আমি কাওকে অভিযোগ করিনি। আমি গেল ১৫*১৬ বছর ধরে স্যাক্রিফাইস করে যাচ্ছি এবং কোন অভিযোগ করছি না। আমরা তৈরি অধিনায়ক ও কোচ আমাদের যা যা করতে বলেন তা করতে।’