

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের সময় মাঠের বেশ কয়েকটি সংঘর্ষে জড়িত থাকার পরে ভিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি পোস্ট করেছেন। ফের একবার আইপিএলের মঞ্চে ভিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। সব ছাপিয়ে এবার তা আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। গম্ভীরের দৃষ্টিভঙ্গি নিয়ে কোহলি দিলেন বিখ্যাত এক উক্তি।
ম্যাচের পর মাঠেই বিবাদে জড়ালেন কোহলি-গম্ভীর। এর আগে নাভিন উল হকের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। গতরাতে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভিরাট কোহলি, লখনৌ সুপার জায়ান্টসের নাভিন উল হক ও কোচ গৌতম গম্ভীরকে।
এবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক স্টোরিতে কোহলি পোস্ট করেন, রোমান ইতিহাসের অন্যতম সম্মানিত সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের বিখ্যাত এক উক্তি।
‘আমরা যা শুনি তা একটি মতামত, এটি সত্য নয়। আমরা যা দেখি তা একটি দৃষ্টিকোণ, সত্য নয়।’
ভিরাট কোহলি তর্কে জড়ান লখনৌ সুপার জায়ান্টসের খেলোয়াড় নাভিন উল হক ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। ফলে ম্যাচের পরে তাকে বড় শাস্তির মুখে পড়তে হয়েছে। এতে তার জরিমানা কোটি টাকা। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে ভিরাট কোহলির ম্যাচ ফি’র পুরো ১০০ শতাংশ জরিমানা করা হল। যার অর্থমূল্য আসে ১.০৭ কোটি ভারতীয় রূপি। লখনৌ সুপার জায়ান্টসের কোচ গৌতম গম্ভীরকেও ম্যাচ ফি’র পুরো ১০০ ভাগ জরিমানা গুনতে হচ্ছে, যা ২৫ লাখ রূপি। আর আফগান ক্রিকেটার নাভিন উল হকের জরিমানা ১.৭৯ লাখ (৫০ শতাংশ)
লো-স্কোরিং থ্রিলার এই ম্যাচে লখনৌকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ জিততে লখনৌর সামনে ১২৭ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। জবাবে রাহুলের দল ১০৮ রানেই গুটিয়ে যায়। ম্যাচ শেষে সব ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান। আর এরপরেই শুরু হয় ঝামেলা। ম্যাচের ঘটনা নিয়ে একে অপরের দিকে তেড়ে যান গম্ভীর ও ভিরাট। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাকি খেলোয়াড় ও কর্মীদের উদ্ধারে আসতে হয়।