মাশরাফির বিবর্ণ দিন, রুপগঞ্জকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

মাশরাফির বিবর্ণ দিন, রুপগঞ্জকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ এর সুপার লিগে লেজেন্ডস অব রুপগঞ্জের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকেই এসেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে ঐ রুপগঞ্জকেই হারিয়ে নেট রান রেটে তাদের পেছনে ফেলল মোহাম্মদ মিঠুনের দল।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩ নম্বর গ্রাউন্ডে জোড়া সেঞ্চুরিতে ৩৩০ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জবাব দিয়ে নেমে ৩৮.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় লেজেন্ডস অব রুপগঞ্জ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয় পায় ১৭৩ রানের বিশাল ব্যবধানে।

টসে হেরে আগে ব্যাট করা প্রাইম ব্যাংক দুই ওপেনারের কল্যাণে পায় শক্ত ভিত্তি। সেঞ্চুরি তুলে নেন দুজনই। ১০৬ বলে ১৩ চারে ১০৬ রান করে প্রত্যাবর্তন রাঙান জাকির হাসান। ১১৯ বলে ১০ চারে নিজের ৩য় লিস্ট এ সেঞ্চুরি তুলে নেওয়া শাহাদত হোসেন দিপু করেন ১০৪ রান।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

পাঁচে নেমে ২৭ বলে ৮ চার ও ১ ছয়ে আল আমিন জুনিয়র ৫৬ রান করলে ৬ উইকেটে ৩৩০ রান তুলতে সমর্থ হয় প্রাইম ব্যাংক।

লেজেন্ডস অব রুপগঞ্জের পক্ষে ৩ উইকেট নেন চিরাগ জানি। ২ শিকার আব্দুল হালিমের, ১ টি উইকেট নেন আল আমিন হোসেন। এদিন খরুচে ছিলেন রুপগঞ্জ দলপতি মাশরাফি বিন মর্তুজা। ৯ ওভার বল করে ৬৭ রান খরচে উইকেটশুন্য ছিলেন তিনি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লেজেন্ডস অব রুপগঞ্জ। ৩৮.৩ ওভারে ১৫৭ তেই গুটিয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া চিরাগ জানি ব্যাট হাতেও দলের সেরা পারফর্মার। ৩৮ বলে ৩৮ রান করেন তিনি। এছাড়া সাব্বির রহমান ২০, আশিক উল আলম নাইম ৩৬, সোহাগ গাজী ২১ ও রাজিবুল ইসলাম ১৬ রান করেন।

বল হাতে উইকেটশুন্য থাকা মাশরাফি ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রাইম ব্যাংকের পক্ষে ২ টি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন, নাসির হোসেনরা। ১ টি করে শিকার কাশিফ বাট, মইনুল ইসলাম সোহেল ও অলক কাপালির।

৯৭ প্রতিবেদক

Read Previous

শেখ জামালের শিরোপা স্বপ্নে গাজী গ্রুপের বড়সড় ধাক্কা

Read Next

অঙ্কন-আরিফুলদের উত্তাপ সামলে মোসাদ্দেক জেতালেন আবাহনীকে

Total
0
Share