

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই ছিল দলটি। আবাহনী লিমিটেডের সঙ্গে নেট রান রেটে পিছিয়ে থাকলেও সমান পয়েন্ট নিয়ে সুপার লিগে এসেছিল তারা।
তবে সুপার লিগের শুরুতেই তাদের শিরোপা স্বপ্নে বড়সড় ধাক্কা দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামালকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে আকবর আলির দল।
এই পরাজয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে নামল শেখ জামাল। মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এককভাবে শীর্ষে আবাহনী লিমিটেড, এগিয়ে গেছে শিরোপার দৌড়ে।
টস হেরে আগে ব্যাট করে এদিন শেখ জামালের ব্যাটাররা দিশাই খুঁজে পায়নি। মাত্র ৩ ব্যাটার দুই অংক ছুঁতে পারেন। ওপেনার সাইফ হাসান ২২, তিনে নামা সৈকত আলি ১৯ ও চারে নামা ফজলে মাহমুদ রাব্বি ২০ রান করেন। এছাড়া সর্বোচ্চ ৮ রান আসে অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানের ব্যাটে।
৩৩.২ ওভারে ৮৯ রানেই আটকে যায় শেখ জামালের রানের চাকা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে ৪ উইকেট নেন জয়নুল ইসলাম। ৩ টি শিকার টিপু সুলতানের। ১ টি করে উইকেট পান মহিউদ্দিন তারেক ও মাহমুদুল হাসান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশি সময় নেয়নি গাজী গ্রুপ। ওপেনার মেহেদী মারুফ ৫৫ বলে ৪৫ রান করলে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলিরা। এই জয়ের ফলে মোহামেডানকে নেট রান রেটে পেছনে ফেলেছে গাজী গ্রুপ।