

আগামী জুনে ২টি টেস্ট, সমান ৩টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে আফগানিস্তান দলের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু আসন্ন সাদা বলের দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, বিশ্বকাপ এবং এশিয়া কাপের কথা মাথায় রেখে একটি টেস্ট কম খেলতে চায় বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আফগানিস্তান বোর্ডের সাথে কথা হয়েছে। আমরা দুটি টেস্টের পরিবর্তে একটি টেস্ট খেলব। আরেকটি টেস্ট কোনো এক ফাঁকা শিডিউলে সমন্বয় করে খেলা হবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।’
জালাল ইউনুস আরও জানান, ব্যাঙ্গালুরুতে ১০ দিনের স্কিল ট্রেনিং ক্যাম্পের কথা চলছে। যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। দিন তারিখও ঠিক হয়নি। এই ব্যস্ত সূচি সাজাতে ক্রিকেটারদের সাদা বলে প্রস্তত করতেই ১টি টেস্ট কম খেলার সিদ্ধান্ত।
যদিও এ বছর বাইরের দেশে বাংলাদেশের খুব একটা সিরিজ নেই। তবে তাতে বিশ্বকাপে প্রভাব পড়বে না বলে মনে করেন জালাল ইউনুস। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের প্রতিটা ম্যাচই তার কাছে সমান গুরুত্বপূর্ণ।