জাতীয় দলের দায়িত্ব ছেড়ে নতুন ভূমিকায় সিডন্স

বাংলাদেশ ব্যাটারদের বিকল্প পথ দেখাচ্ছেন সিডন্স
Vinkmag ad

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স ছাড়ছেন দায়িত্ব। সাকিব-তামিমদের কোচিংয়ের দায়িত্ব ছাড়লেও সিডন্স এবার সামলাবেন বাংলাদেশ ‘এ’ ও টাইগার্স দলের কোচিং।

আজ সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজের এক বার্তায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

‘কিছু বিরতির পর ঢাকায় ফিরেছি। আমি জাতীয় দলের সাথে আর কাজ করব না। কারণ আমি মনে করি আগামী প্রজন্মের সাথে কাজ করা বিসিবির জন্যও ভালো। দলের বাইরের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা করা এবং তাদের পরবর্তী সুযোগের জন্য প্রস্তুতির যেন উন্নতি হয়।’

‘আমি তরুণ খেলোয়াড়দের খেলার দক্ষতার জন্য কোচিং করাতে পছন্দ করি এবং তাই বিসিবি এবং আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এ দল এবং টাইগারদের সাথে আমাদের ভবিষ্যত খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য উন্মুখ।’

নতুন দায়িত্ব নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন জেমি সিডন্স। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ছিলেন তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

জাইসাওয়ালের সেঞ্চুরি ম্লান করে টিম ডেভিড জেতালেন মুম্বাইকে

Read Next

ব্যস্ত সূচিতে এক টেস্ট কম খেলবে বাংলাদেশ

Total
0
Share