

গতকাল ছিল আইপিএলের হাজারতম ম্যাচ। টিম ডেভিডের তিন বলে তিন ছয়, ইয়াশাভি জাইসাওয়ালের সেঞ্চুরিতে সে ম্যাচের উত্তেজনা দর্শক মনে রাখবে অনেকদিন। হ্যাটট্রিক, শতক, জন্মদিনে স্মরণীয় হয়ে থাকল আইপিএলের হাজারতম ম্যাচ।
এছাড়াও গতকাল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। কিছুদিন আগেই মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাই দিনটা রোহিত শর্মার জন্য বিশেষ তো বটেই, দলকে প্লে অফে নিতে জয়ের বিকল্পও নেই।
রাজস্থান ক্যাপ্টেন সাঞ্জু স্যামসন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। জস বাটলার এবং ইয়াশাভি জাইসাওয়াল উপহার দেয় ৭২ রানের ওপেনিং জুটি। জস বাটলার খুব বেশি রান করতে না পারলেও দিনটা ছিল ইয়াশাভি জাইসাওয়ালের। আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম শতক করে এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপের এখন তার মাথায়।
আরশাদ খানের বলে ৬২ বলে ১২৪ করে আউট হন ইয়াশাভি জাইসাওয়াল। দলের অর্ধকের বেশি রান আসে তার ব্যাট থেকে। বাকিদের খুচরো রান যোগ করে দলের মোট সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১২।
বল হাতে মুম্বাইয়ের হয়ে আরশাদ খান ৩টি, পীযূষ চাওলা ২টি এবং জফরা আর্চার, রাইলি মেরেডিথ পান ১টি করে উইকেট।
২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা আশাপ্রদ হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। ২য় ওভারের শেষ বলে রোহিত শর্মা বোল্ড হন সন্দ্বীপ শর্মার বলে। ইশান কিশানকে নিয়ে ক্যামেরুন গ্রিন জুটি বেঁধে এগোতে থাকলে দলীয় ৭৬ রানের মাথায় অশ্বিনের বলে কাটা পড়ে ইশান কিশান। ক্যামেরুন গ্রিনও আউট হন অশ্বিনের বলে।
সুরিয়া কুমারের ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে জয়ের আশা জাগে মুম্বাই শিবিরে। সুরিয়ার আউটের পর ম্যাচ শেষ করার দায়িত্ব পড়ে তিলক ভার্মা এবং টিম ডেভিডের উপর।
জেসন হোল্ডারের শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের দরকার ১৭ রান। স্ট্রাইকে টিম ডেভিড। তিন বলে তিন ছয় মেরে মুম্বাইকে ম্যাচ জিতিয়ে দেন টিম ডেভিড। তার ১৪ বলে ৪৫ রানের উপর ভর করে মুম্বাই জিতে ৬ উইকেটে।
ট্রেন্ট বোল্ট, সন্দ্বীপ শর্মা ১টি করে উইকেট পেলে বাকি দুই উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন।
শেষের রোমাঞ্চে ম্যাচটা মুম্বাই জিতলেও ম্যাচ সেরা হন ইয়াশাভি জাইসাওয়াল।