

ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডান লিগের ১০০০ তম ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ এর মাঝপথে মুম্বাইয়ের জার্সি গায়ে অনুশীলনে জর্ডান। রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে জর্ডানকে দলে নিল মুম্বাই।
ক্রিস জর্ডানকে দলে নেওয়ার প্রসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাকে মুম্বাই স্কোয়াডের সাথে অনুশীলন করতে দেখা গেছে। মুম্বাইয়ের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসে খেলা স্বদেশি জস বাটলারের সঙ্গে হাত মিলিয়েছেন জর্ডান।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস জর্ডান আইপিএল ২০২৩-এর বাকি অংশের জন্য বদলি খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছে। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে জর্ডান ২ কোটি রূপির ভিত্তি মূল্যে অবিক্রিত ছিলেন, তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের সাথে পূর্ববর্তী আইপিএল আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে এই পেসারের।
আজ ৩০ এপ্রিল আসরের ৪২ নম্বর ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এটি ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। চলতি মৌসুমে সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে রোহিত শর্মার দল। শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকলেও বল হাতে মুম্বাই বেশ বিপাকে, আজ জয়ের জন্য ভরসা করতে হবে জেসন বেহরেনডর্ফ, ক্যামেরন গ্রিনদের উপর। প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে গেলে মুম্বাইয়ের সামনে জেতা ছাড়া রাস্তা নেই।
Sunday Funday as #MumbaiIndians take on the #RajasthanRoyals in the historic #IPL1000 ???? #IPLonJioCinema #TATAIPL #IPL2023 #JioCinema #MIvRR | @mipaltan @rajasthanroyals pic.twitter.com/FCnF5ZtQjc
— JioCinema (@JioCinema) April 30, 2023
আজকের ম্যাচটি আইপিএলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি আইপিএলের ইতিহাসের হাজারতম ম্যাচ হতে চলেছে। পাশাপাশি আজ রোহিত শর্মার কাছেও বিশেষ দিন। আজই তাঁর জন্মদিন। এই বিশেষ দিনেই ক্রিস জর্ডানকে দলে যুক্ত করে চমক দিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।
এরমাঝেই বেলজিয়ামে দ্রুত চিকিৎসা করিয়ে স্কোয়াডে ফিরে এসেছেন জফরা আর্চার। তাকে সেরা একাদশের দেখার সম্ভাবনা রয়েছে।