সাকিব-জীবনের প্রতিরোধের পরও অল্পতেই শেষ বাংলাদেশ

featured photo updated v 35
Vinkmag ad

চট্টগ্রামে চারদিনের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশি যুবাদের। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে গেছে ১৪৯ রান করতেই। দুই অংকের ঘর পর্যন্তই যেতে পারেনি মোট ৮ ব্যাটার। একা হাতে লড়াই করে ফিফটি হাঁকিয়েছেন শেখ পারভেজ জীবন। তবে দুই রানের আক্ষেপে পুড়েছেন অধিনায়ক শাহরিয়ার সাকিব।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাক পেসারদের তোপের সামনে পড়ে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। মাত্র ৫৯ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন শেখ পারভেজ জীবন। এছাড়া অধিনায়ক শাহরিয়ার সাকিবের ব্যাট থেকে আসে ৪৮ রান।

সকালের সেশনের শুরুতেই বিপর্যস্ত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন। স্কোরবোর্ডে ১০ রান উঠতেই নেই ৪ ব্যাটার। ওপেনার আশিকুর রহমান শিবলি ১ রান করলেও আরেক ওপেনার মাজহারুল ইসলাম হয়েছেন ডাক। তিনে নামা আদিল বিন সিদ্দিকও ফেরেন শূন্য হাতে। শুন্য হাতে বিদায় নেন একাদশের আরও দুই ব্যাটার।

২১ রানে ৫ উইকেট হারানোর পর অধিনায়ক শাহরিয়ার সাকিব জুটি গড়ার চেষ্টা করেন শেখ পারভেজ জীবনকে নিয়ে। ৮১ রানের জুটিতে স্বস্তি ফেরে টাইগার শিবিরে। তবে দুই রানের জন্য ফিফটি পূর্ণ করতে পারেননি সাকিব। সুযোগ মিস করেননি পারভেজ জীবন, ফিফটি হাঁকিয়ে তিনি শেষপর্যন্ত আউট হন ব্যক্তিগত ৫৬ রানে।

এরপর ওয়াসি সিদ্দিককে সঙ্গ দিতে পারেনি বাকি কেউ। ওয়াসি ১৮ রানে অপরাজিত থাকলেও লোয়ার অর্ডারের ব্যাটারদের দ্রুত ফিরে যাওয়ায় ১৪৯ রানেই শেষ বাংলাদেশ।

বল হাতে পাক পেসার আমির হাসান ২৯ রান খরচায় দখলে নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট যায় মোহাম্মদ ইসমাইলের ঝুলিতে।

জবাব দিতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনিং জুটির দাপুটে শুরু। ২৬ ওভার শেষে বিনা উইকেটে তারা করেছে ৭৬ রান। ১ম দিন শেষে পাকিস্তান পিছিয়ে ৭৩ রানে, হাতে ১০ উইকেট। 

৯৭ প্রতিবেদক

Read Previous

মুম্বাইকে উড়িয়ে দিল রাতুল-শিহাবরা

Read Next

হাজারতম ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে জর্ডান

Total
0
Share