

কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে খেলছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৬ এই দল বাছাই করা হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গত মৌসুমের সেরা ক্রিকেটারদের নিয়ে। নানা ধাপ পার করে দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে খেলা প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে জাওয়াদ আবরারের দল।
মুম্বাই অনূর্ধ্ব১৬ দলকে শচীন টেন্ডুলকার জিমখানা স্টেডিয়ামে প্রথম তিনদিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৯০ রান করে অলআউট হয় মুম্বাই। সফরকারীদের পক্ষে ২ টি করে উইকেট নেন সামিউন বশির রাতুল, মোহাম্মদ সবুজ, আজিজুল হাকিম তামিম। ১ টি করে শিকার শাহরিয়া আল আমিন, সানজিদ মজুমদার ও শেখ ইমতিয়াজ শিহাবের।
৭৬.৩ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ৫৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
দ্বিতীয় দিনে সামিউন বশির রাতুল ও দেবাশীষ সরকার দেবার জোড়া সেঞ্চুরি ও রিফাত বেগের প্রায় সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে জাওয়াদ আবরারের দল। ৮ উইকেটে ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
২৫৬ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। শেষ বিকালে ৪ রান তুলতেই ২ উইকেট হারায় তারা।
আজ শেষ দিনে দিনের খেলা শুরু হয় বেশ দেরিতে। ভেজা আউটফিল্ড শুকানোর পর ম্যাচ মাঠে গড়ালে মুম্বাইকে অলআউট করতে বেশি সময় নেয়নি জুনিয়র টাইগাররা।
৩৭.৪ ওভারে ৮২ রান তুলেই অলআউট হয় মুম্বাই। আগের দিন ২ উইকেট তুলে নেওয়া লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাব আজ নেন আরও ২ উইকেট। সামিউন বশির রাতুল নেন ৩ উইকেট। ১ টি করে শিকার আজিজুল হাকিম তামিম ও সানজিদ মজুমদারের।
ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে দুই ইনিংস মিলে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামিউন বশির রাতুল।