

স্টুয়ার্ট ম্যাকগিল যে বাংলাদেশে আসবেনা সেটা বোঝাই যাচ্ছিলো। তবুও কয়টা দিন আসছে-আসবে বলে শান্তনা।
অস্ট্রেলিয়ান এই সাবেক স্পিনারের বাংলাদেশ দলের সাথে যোগ দেয়ার কথা ছিল এই অস্ট্রেলিয়া সিরিজের আগেই। বিসিবি’র পছন্দের তালিকায় সবার আগেই তাঁর নাম ছিল। কিন্ত তা আর হচ্ছেনা।
বিকল্প পথে হাঁটতেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আপাতত উপমহাদেশের কারো হাতেই দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।
এই তালিকায় এখন সবার উপরে আছেন ভারতীয় সাবেক স্পিনার সুনীল যোশি। জানা গেছে ম্যাকগিলের কাছ থেকে কোন সাড়া না পেয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।
যোশি আপাতত বাংলাদেশ দলের সাথে থাকবেন ৪৫ দিনের মত। সেভাবেই চুক্তি করা হবে। এরপর তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী চুক্তিও হতে পারে।
স্পিন কোচের ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেন, “সুনীল যোশির সাথে যোগাযোগ করা হয়েছে। আগামী ২৭ আগস্টের আগেই দলের সাথে যোগ দিবে। আপাতত দেড় মাসের চুক্তি করা হবে তাঁর সাথে।”
সুনিল যোশি ভারতের হয়ে টেস্ট খেলেছেন ১৫ টি। উইকেট নিয়েছেন ৪১ টি। ৬৯ টি ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছিলেন ৬৯ উইকেট।