ইংল্যান্ডে প্রথম ম্যাচের আগে বেল বাজাবেন বাংলাদেশের সালাম

ইংল্যান্ডে প্রথম ম্যাচের আগে বেল বাজাবেন বাংলাদেশের সালাম
Vinkmag ad

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আব্দুস সালামকে বিশেষভাবে সম্মান জানালো এসেক্স ক্রিকেট। আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার আসন্ন সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে এসেক্সের হোম ভেন্যু দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে ঘণ্টা বাজাবেন বাংলাদেশের আব্দুস সালাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সিরিজ শুরু ৯ মে, কাউন্ট্রি দল এসেক্সের মাঠ চেমসফোর্ডে সিরিজের শুরুর ম্যাচে প্লে বেল বাজানোর জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আব্দুস সালাম। যিনি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ইউকের সভাপতির দায়িত্বে আছেন।

দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে খেলা শুরুর আগে বেল বাজানো একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। কোন কিংবদন্তী বা বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে এই ঐতিহ্যবাহী ঘণ্টা বাজানো হয়। ইস্ট লন্ডন ক্রিকেট সম্প্রদায়ের অন্যতম পরিচিত মুখ ও বিসিএসএ ইউকে শাখার সভাপতি হিসেবে আব্দুস সালামকে বেল বাজানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে এসেক্স ক্রিকেট।

৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। এর পাঁচ মিনিট আগে বেল বাজিয়ে খেলা শুরুর বার্তা জানাবেন আব্দুস সালাম।  

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

৯৭ প্রতিবেদক

Read Previous

ফখরের ১৮০’তে পাকিস্তানের বড় জয়

Read Next

ফখর-বাবরদের পারফরম্যান্সে আফ্রিদির দিল খুশ

Total
0
Share