ফখর-বাবরদের পারফরম্যান্সে আফ্রিদির দিল খুশ

ফখর-বাবরদের পারফরম্যান্সে আফ্রিদির দিল খুশ
Vinkmag ad

৩৩ বছর বয়সী ফখর জামান যেনো উড়ছেন। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে ফর্মের তুঙ্গে আছেন এই পাকিস্তানি ওপেনার। শেষ ৩ ওয়ানডেতেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। জানুয়ারিতে ১০১ রানের ইনিংস খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিলে খেললেন ১১৭ ও ১৮০* রানের ইনিংস।

৬৭ ইনিংসেই পূর্ণ করে ফেলেছেন ৩০০০ ওয়ানডে রান। পাকিস্তানের পক্ষে সবচেয়ে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৩০০০ রান করা ব্যাটার এখন তিনিই।

ফখরের অপরাজিত ১৮০ রানে ভর করে নিউজিল্যান্ডের রানের পাহাড় পার করে পাকিস্তান। ৪৮.২ ওভারে ৩ উইকেটে ৩৩৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। ওপেন করতে নেমে শেষ অব্দি অপরাজিত থাকেন ফখর জামান।

তিনে নেমে ৬৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। পাঁচে নামা মোহাম্মদ রিজওয়ান ৪১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।

দলের পারফরম্যান্সে খুশি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টুইটারে তিনি লিখেন, ‘এই দিন ফখর জামানের। প্রথম বল থেকে শেষ, কি দারুণ ফিনিশিং।। ভালো সাপোর্ট করেছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। মন খুশি হয়ে গেছে, ভালো করেছ ছেলেরা।’

৯৭ ডেস্ক

Read Previous

ইংল্যান্ডে প্রথম ম্যাচের আগে বেল বাজাবেন বাংলাদেশের সালাম

Read Next

মুম্বাইকে উড়িয়ে দিল রাতুল-শিহাবরা

Total
0
Share