ফখরের ১৮০’তে পাকিস্তানের বড় জয়

featured photo updated 6
Vinkmag ad

রাওয়ালপিন্ডিতে শুরুর দুই ওয়ানডে জিতে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। ফখর জামানের ১৮০ রানের হার-না-মানা ইনিংসের সামনে কাজে আসেনি নিউজিল্যান্ডের ৩৩৬ রানের সংগ্রহ। ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করল স্বাগতিকরা।

দেশের জার্সি গায়ে ফখর জামান আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। শেষ তিন ওয়ানডেতে তার ব্যাট থেকে তিন সেঞ্চুরি। শেষরাতে রাওয়ালপিন্ডিতে কিউই বোলিং অ্যাটাককে চূর্ণবিচূর্ণ করে পাকিস্তানকে এনে দিয়ে রোমাঞ্চকর এক জয়। দাপুটে ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ফখরের হাতে।

নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের টার্গেট টপকাতে নেমে ফখর জামান অপরাজিত থাকেন শেষ বল অব্দি। ১৪৪ বলে তিনি করেন ১৮০ রান। তার এই অপরাজিত ইনিংস সাজানো ছিল ১৭ চার ও ৬ ছক্কায়। আরেক ওপেনার ইমাম উল হক ২৪ রানের বেশি করতে পারেননি। তিনে নামা অধিনায়ক বাবর আজম ওপেনার ফখরকে সঙ্গ দিয়ে করেন ৬৫ রান। এই জুটিতে পাকিস্তানের স্কোরবোর্ডে যোগ হয় ১৩৫ রান।

এরপর আবদুল্লাহ শফিক (৭) দ্রুত ফিরে গেলে ফখর জামানের সঙ্গে ১১৯ জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান, মাত্র ৮৬ বলে। এই দুইয়ের ব্যাটে চড়েই ৪৮.২ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান। ফিফটি হাঁকিয়ে রিজওয়ান অপরাজিত থাকেন ৫৪ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে জমা করে মোট ৩৩৬ রান। ড্যারিল মিচেল ও টম লাথামের অনবদ্য ব্যাটিংয়ের কল্যাণেই বড় সংগ্রহ পায় কিউইরা। ড্যারিল মিচেল শতরান করলেও কেবল দুই রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েন অধিনায়ক লাথাম।

শেষপর্যন্ত নাসিম শাহ’র শিকার হয়ে মিচেল প্যাভিলিয়নে যান ব্যক্তিগত ১২৫ রানে। লাথামকে ৯৮ রানে বিদায় করেন হারিস রউফ। এছাড়া ওপেনার চ্যাড বোয়েসের ব্যাট থেকে আসে ফিফটি হাঁকানো ইনিংস। শেষপর্যন্ত ১০ ওভারে হারিস রউফ শিকার করেন মোট ৪ উইকেট, ৭৮ রান খরচায়।

৯৭ ডেস্ক

Read Previous

হায়দ্রাবাদের জয়ে টুর্নামেন্টে দিল্লির টিকে থাকা অনিশ্চিত

Read Next

ইংল্যান্ডে প্রথম ম্যাচের আগে বেল বাজাবেন বাংলাদেশের সালাম

Total
0
Share