

৫ টি টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে স্বাগতিক পাকিস্তান। ইতোমধ্যে ১ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে বাবর আজমের দল, রাওয়ালপিন্ডিতে চলছে ২য় ম্যাচ। শেষ ৩ ম্যাচের জন্য স্কোয়াডে বদল এনেছে স্বাগতিকরা।
পাকিস্তান অলরাউন্ডার ইফতিখার আহমেদকে দলে ভিড়িয়েছে ব্যাটার হারিস সোহেলের বদলে। প্রথম ওয়ানডের আগে কাঁধের ইনজুরি বাধান হারিস সোহেল। স্ক্যান রিপোর্ট দেখে পাকিস্তান শিবির থেকে সন্তোষজনক খবর জানানো হলেও ২য় ম্যাচে মাঠে নামা হয়নি তার।
৩ বছর পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই পাকিস্তান ওয়ানডে দলে ফিরেছিলেন ৩৪ বছর বয়সী হারিস সোহেল। ফিল্ডিং ড্রিল করতে গিয়ে কাঁধে চোট পাওয়া হারিস সোহেলের বিশ্বকাপ খেলার স্বপ্নে এটা বড়সড় আঘাত।
কিউইদের বিপক্ষে সিরিজের পর পাকিস্তান আগস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩ টি ওয়ানডে খেলবে। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ দলে থাকা হারিসকে ২০২৩ এও দলে থাকতে আগে সুস্থ হতে হবে।
এদিকে হারিসের বদলে দলে ডাক পাওয়া ৩২ বছর বয়সী ইফতিখার আহমেদ খেলেছেন কেবল ১০ ওয়ানডে। ১ বছরের মধ্যে কোন ওয়ানডে খেলেননি তিনি। ৯ ইনিংসে ১৩২ রান করা ইফতিখারের ওয়ানডে রেকর্ড বলার মত কিছু না।