
কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে খেলছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৬ এই দল বাছাই করা হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গত মৌসুমের সেরা ক্রিকেটারদের নিয়ে। নানা ধাপ পার করে দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে তারা খেলতে নেমেছে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে।
গতকাল থেকে শুরু হওয়া প্রথম তিনদিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দাপট দেখাচ্ছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
আগে ব্যাট করা মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল অলআউট হয়েছে ১৯০ রানে। সফরকারীদের পক্ষে ২ টি করে উইকেট নেন সামিউন বশির রাতুল, মোহাম্মদ সবুজ, আজিজুল হাকিম তামিম। ১ টি করে শিকার শাহরিয়া আল আমিন, সানজিদ মজুমদার ও শেখ ইমতিয়াজ শিহাবের।
৭৬.৩ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ৫৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।
অধিনায়ক জাওয়াদ আবরার ৩২ বলে ৪৪ রান করে আউট হন। ২য় দিনে এসে আজিজুল হাকিম তামিম ৩১ রান করে ফেরেন। চারে নেমে রানের খাতা খুলতে ব্যর্থ হন কালাম সিদ্দিকি আলিন। ৮৭ রানে ৩ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়েন তিনে নামা রিফাত বেগ ও পাঁচে নামা সামিউন বশির রাতুল।
১০০ বলে ১৮ চার ও ২ ছয়ে ১০৫ রান করে রাতুল সাজঘরে ফিরলে ভাঙে জুটি। রাতুল সেঞ্চুরি তুলে নিলেও ৮ রানের আক্ষেপে পোড়েন রিফাত। ১৪২ বলে ১১ চার ও ২ ছয়ে ৯২ রান করে ফেরেন তিনি।
ছয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন দেবাশীষ সরকার দেবা। ১০৭ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৮৬.৫ ওভারে ৮ উইকেটে ৪৪৬ রান স্কোরবোর্ডে জমা করে ইনিংস ঘোষণা করেন জাওয়াদ আবরার।
২৫৬ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাবের স্পিন ভেল্কিতে ৪ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। অধিনায়ক অভিনব সাহাকে শুন্যহাতে বোল্ড করে ফেরানো শিহাব তিনে নামা আরুশকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন, তিনিও করতে পারেননি রান।
২য় দিনের খেলা শেষে মুম্বাই পিছিয়ে ইনিংস ও ২৫২ রানে। ইনিংস ব্যবধানে জয়ের পথে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।