জাহানারাদের দারুণ শুরু, শ্রীলঙ্কার প্রতিরোধ, এরপর…

জাহানারাদের দারুণ শুরু, শ্রীলঙ্কার প্রতিরোধ, এরপর...
Vinkmag ad

কলম্বোর পি সারা ওভালে আজ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। বল হাতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ দল, তবে বৃষ্টি বাগড়ায় ম্যাচ ভেসে যায়।

টসে জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই হার্শিতা সামারাবিক্রমাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন জাহানারা আলম। তবে তিনে নেমে লঙ্কানদের ইনিংসের দিশা দেন ক্যাপ্টেন চামারি আতাপাত্তু।

৩৭ বলে ৮ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন তিনি। আউট হন নাহিদা আক্তারের বলে। নাহিদা এর আগে ফেরান ওপেনার বিশ্মি গুনারত্নেকে (১৭ বলে ১১)। পরে ফেরান নিলাক্ষি ডি সিলভাকেও (৯ বলে ২।

শ্রীলঙ্কার রান যখন ৮৯ তখন ৫ম ব্যাটার হিসাবে ফেরেন ইমেশা দুলানি (৩০ বলে ১০)। এরপর প্রসাদানি বিরাক্কোডির ৪৮ বলে ২৪, কাবিশা দিলহারির ৪৯ বলে ৩০* ও ওশাদি রনসিংহে ২৯ বলে ১৪* করে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন।

৩৬.৪ ওভারে শ্রীলঙ্কার রান যখন ৬ উইকেটে ১৫২ তখন বৃষ্টি নামে। এরপর আর না নামলে ম্যাচ পন্ড হয়।

৭ ওভার বল করে ২৪ রান খরচে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১ টি করে শিকার জাহানারা আলম, অভিষিক্ত সুলতানা খাতুন ও ফাহিমা খাতুনের।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা নারী দল ১৫২/৬ (৩৬.৪), হার্শিতা ০, গুনারত্নে ১১, চামারি ৪৭, দুলানি ১০, নিলাক্ষি ২, বিরাক্কোডি ২৪, দিলহারি ৩০*, ওশাদি ১৪*; জাহানারা ৬-০-৩৫-১, সুলতানা ১০-১-৪৬-১, নাহিদা ৭-২-২৪-৩, ফাহিমা ৮-০-২৫-১।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুম্বাইয়ে রাতুলের সেঞ্চুরি, অপেক্ষায় রিফাত

Read Next

রাতুল-দেবার জোড়া সেঞ্চুরির পর মুম্বাইয়ে শিহাবের স্পিন ভেল্কি

Total
0
Share