মুম্বাইয়ে রাতুলের সেঞ্চুরি, অপেক্ষায় রিফাত

মুম্বাইয়ে রাতুলের সেঞ্চুরি, অপেক্ষায় রিফাত
Vinkmag ad

কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে খেলছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৬ এই দল বাছাই করা হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গত মৌসুমের সেরা ক্রিকেটারদের নিয়ে। নানা ধাপ পার করে দেশের ইতিহাসের প্রথম কম্বাইন্ড স্কুল দল হিসাবে তারা খেলতে নেমেছে শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে।

গতকাল থেকে শুরু হওয়া প্রথম তিনদিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দাপট দেখাচ্ছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।

আগে ব্যাট করা মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল অলআউট হয়েছে ১৯০ রানে। সফরকারীদের পক্ষে ২ টি করে উইকেট নেন সামিউন বশির রাতুল, মোহাম্মদ সবুজ, আজিজুল হাকিম তামিম। ১ টি করে শিকার শাহরিয়া আল আমিন, সানজিদ মজুমদার ও শেখ ইমতিয়াজ শিহাবের।

৭৬.৩ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ৫৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬)।

অধিনায়ক জাওয়াদ আবরার ৩২ বলে ৪৪ রান করে আউট হন। ২য় দিনে এসে আজিজুল হাকিম তামিম ৩১ রান করে ফেরেন। চারে নেমে রানের খাতা খুলতে ব্যর্থ হন কালাম সিদ্দিকি আলিন। ৮৭ রানে ৩ উইকেট হারানোর পর দারূণ এক জুটি গড়েন তিনে নামা রিফাত বেগ ও পাঁচে নামা সামিউন বশির রাতুল।

১০০ বলে ১৮ চার ও ২ ছয়ে ১০৫ রান করে রাতুল সাজঘরে ফিরলে ভাঙে জুটি। রাতুলের দাপুটে সেঞ্চুরির পথে আছেন রিফাত বেগও। আগেরদিন কোন রান না করে অপরাজিত থাকা রিফাত বেগ ছুটছেন তিন অঙ্কের দিকে।

ইতোমধ্যেই ১০০ ছুঁইছুঁই লিড আদায় করে নিয়েছে জাওয়াদ আবরারের দল, হাতে রয়েছে এখনো ৬ উইকেট।

প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব১৬)-

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, রিফাত বেগ, দেবাশীষ সরকার, কালাম সিদ্দিকী আলীন, তাওয়াফ মাশরাফি, আহসান আল মুমিন, তূর্‍্য সরকার, সামিউন বশির রাতুল, কায়েস রহমান কাবিব, ইয়াসির আরাফাত, শেখ ইমতিয়াজ শিহাব, মোঃ সবুজ, সামিউল ইসলাম শুভ, শাহরিয়া আল-আমিন, সঞ্জিত মজুমদার।

সফরসূচি-

প্রথম তিনদিনের ম্যাচ- ২৮-৩০ এপ্রিল, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
স্বিতীয় তিনদিনের ম্যাচ- ৩-৫ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ

প্রথম ওয়ানডে- ৮ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
দ্বিতীয় ওয়ানডে- ৯ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ
তৃতীয় ওয়ানডে- ১১ মে, শচীন টেন্ডুলকার জিমখানা মাঠ।

ম্যাচটি সরাসরি দেখুনঃ

৯৭ প্রতিবেদক

Read Previous

সিলেটে গিয়ে সবকিছুতে খুশি হাথুরুসিংহে

Read Next

জাহানারাদের দারুণ শুরু, শ্রীলঙ্কার প্রতিরোধ, এরপর…

Total
0
Share