

ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে। অ্যাওয়ে কন্ডিশনের ফিল নিতে সিলেটকে আদর্শ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিনের ক্যাম্প শেষ হচ্ছে আজ। সিলেটের পিচ ও কন্ডিশনে মুগ্ধ হয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে করছেন বড় আশা।
সিলেটে ট্রেনিং ক্যাম্প করে খুশি টাইগার হেড কোচ। গণমাধ্যমের সামনে বললেন,
‘আমরা কন্ডিশন নিয়ে খুবই খুশি। আমরা যেমন চাই, তেমন পিচ কন্ডিশন তৈরি করতে তারা কঠোর পরিশ্রম করেছে। আমাদের খুব ভালো ট্রেনিং চলছে। আপনি দেখতে পারেন ছেলেদের এনার্জি। ইন্টেনসিটি খুব ভালো ছিল, আমি এটাতে খুশি।’
মৃত্যুঞ্জয় চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ দলে। সংবাদসম্মেলনে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গ উঠতেই চন্ডিকার বক্তব্য,
‘আমাদের পেস বোলিং অলরাউন্ডার। তার দরকার আছে দলে, সে এখানে এসেছে আমাদের দেখাতে কী করতে পারে, আর কীসের সামর্থ্য রাখে। আমি তার খুব বেশি ব্যাটিং দেখিনি। আমি শুনেছি সে ভালো বোলার। ম্যাচের তিন ফেজেই বল করার মতো স্কিলসেট আছে। এখানে এসে সে অবশ্যই ব্যাটিংয়ে উন্নতি করবে। আমাদের চোখ আছে তার ওপর।’
ওপেনিংয়ে রীতিমতো ধুঁকতে দেখা যায় বাংলাদেশি ব্যাটারদের। ওপেনারদের ভালো করার টোটকা দিয়ে রাখলেন চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের মতো করেই সিলেটে শ্যাডো প্র্যাক্টিস করেছে বাংলাদেশ দল।
ওপেনারদের টোটকা দিয়ে হাথুরুসিংহে বলেন,
‘যদি তুমি ওপেনার হও, তাহলে প্রথম দশ ওভার ব্যাট করতে হবে। কীভাবে আমরা দশ ওভার ব্যাট করতে চাই, ফিল্ড রেস্ট্রিকশন কীভাবে কাজে লাগাবেন। যদি মিডল অর্ডারে আসেন, ভিন্ন অবস্থা, যেমন কখনো চার জন আউট বা কখনো পাঁচ জন। এটা গুরুত্বপূর্ণ কীভাবে আপনি শুরু করতে চান। যদি ওভাবে প্র্যাক্টিস না করেন। উইকেটে গিয়ে আপনি থমকে যাবেন। যেটা আমরা চাই না। আমরা চাই তাদের মাথা পরিষ্কার থাকুক যেকোনো পরিস্থিতিতে তাদের খেলা কেমন হবে।’