ম্যাচ সেরা হয়েও স্বস্তিতে নেই স্টয়নিস

20230429 074547
Vinkmag ad

মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় জয়ের পরও স্বস্তিতে নেই লখনৌ সুপার জায়ান্টস। আঙুলে আঘাত পাওয়া অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে স্ক্যান করানোর পর জানা গেল, ভেঙেছে তার আঙুল। আঙুলে আঘাত না পেলে তার প্লেয়ার-অফ দ্য ম্যাচ পারফরম্যান্স আরও রোমাঞ্চকর হয়ে যেত।

কাইল মায়ের্স, আইয়ুশ বাদোনি, মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরান; সকলেই পেশী শক্তি দেখিয়েছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লখনৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে, পাঞ্জাব কিংস ম্যানেজ করতে পারে মাত্র ২০১।

স্টয়নিস ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন, ৪০ বলে খেলেন ৭২ রানের অনবদ্য এক ইনিংস। এরপর বল হাতে প্রথম ওভারেই শিখর ধাওয়ানকে ক্যাচ বানিয়ে বিদায় করেন। কিন্তু তার দুর্দান্ত প্রদর্শন তার বোলিং স্পেলের দ্বিতীয় ওভারের সময় নষ্ট হয়ে যায়। ফলো-থ্রুতে অথর্ব তাইডের ড্রাইভকে থামানোর চেষ্টা করেছিল এবং তাতেই বাম তর্জনীতে আঘাত পান।

যন্ত্রণায় কাতর হয়ে স্টয়নিস প্রায় সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসেন এবং ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর মাঠের বাইরে চলে যান। স্ক্যানের পর জানা যায় তার বাঁহাতের ইনডেক্স আঙুল ভেঙে গেছে।

তবে স্টয়নিসকে ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও নিশ্চিত করেনি লখনৌ সুপার জায়ান্টস ফ্র‍্যাঞ্চাইজি।

৯৭ ডেস্ক

Read Previous

‘২৪ ক্রিকেটারকে আমরা রেডি করে রেখেছি, এশিয়া কাপের মাঝে বিশ্বকাপের দল’

Read Next

রানবন্যার ম্যাচে পার্থক্য গড়লেন মার্কাস স্টয়নিস

Total
0
Share