‘২৪ ক্রিকেটারকে আমরা রেডি করে রেখেছি, এশিয়া কাপের মাঝে বিশ্বকাপের দল’

ব্যর্থতার সব দায় নেওয়া নান্নু সাফল্যের কৃতিত্ব দিলেন সবাইকে
Vinkmag ad

আফিফ, রিয়াদ, নাইম শেখ’রা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কথায় আস্থা রাখতেই পারেন। নান্নু আবারও বলেছেন, স্কোয়াডে জায়গা পাননি তাদেরও নজরে রাখছে বিসিবি। যাদের নিয়ে আছে দীর্ঘেমেয়াদি পরিকল্পনা।

বিশ্বকাপের জন্য কি পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,

‘ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। বিশ্বকাপের আগে তো আমাদের এশিয়া কাপ আছে, আফগানিস্তান সিরিজ আছে , এখন আয়ারল্যান্ড সিরিজ আছে। প্রত্যেকটা সিরিজ নিয়েই আমরা চিন্তা-ভাবনা করছি। এত বেশি খেলা, খেলোয়াড়দের ফিটনেসও একটা চিন্তার বিষয়। সেভাবেই আমরা এগোচ্ছি। আশা করছি সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের মাঝে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করে ফেলতে পারবো।’

আফিফ হোসেন ধ্রুব আপাতত ওয়ানডে দলের বাইরে। নান্নু আগেও বলেছেন, আজও বললেন;  চোখের আড়ালে রাখছি না কাউকেই। সুযোগের অপেক্ষায় রেখেছেন আফিফ, রিয়াদদের।

‘অবশ্যই, পুলে থাকা যে ২৪ ক্রিকেটারকে আমরা রেডি করে রেখেছি এদের সবাইকে মনিটরিং করা হচ্ছে এবং কউ চোখের আড়াল হচ্ছে না। তো যাকে যখন প্রয়োজন মনে করবো তখনই তাকে দলে নেয়া হবে। সুতরাং এখানে নির্দিষ্ট কোনো নাম না এখানে যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কার টেস্ট জয়ের সেঞ্চুরি

Read Next

ম্যাচ সেরা হয়েও স্বস্তিতে নেই স্টয়নিস

Total
0
Share